TRENDING:

Heatwave in June: চলতি সপ্তাহে রাজ্যের কোন কোন জেলায়, কবে থেকে চলবে তাপপ্রবাহ, বর্ষার আর কত দেরি, জানুন আবহাওয়ার মতিগতি

Last Updated:
Heatwave in June: জ্যৈষ্ঠ হাজির তার রুদ্ররূপ নিয়ে৷ গত কয়েক দিন ধরেই গাঙ্গেয় বঙ্গ জ্বলছে তীব্র দহনজ্বালায়৷ তার সঙ্গে কালবৈশাখী বা ঝড়বৃষ্টির কোনও লক্ষণই নেই৷
advertisement
1/7
চলতি সপ্তাহে রাজ্যের কোথায় কবে তাপপ্রবাহ, কলকাতায় বর্ষার আর কত দেরি, জানুন
চৈত্রের একটানা তাপপ্রবাহের পর বৈশাখে সাময়িক স্বস্তি দিয়েছিল ঝড়বৃষ্টি৷ কিন্তু আবহাওয়ার ইনিংসে সেই স্পেল কাটতেই জ্যৈষ্ঠ হাজির তার রুদ্ররূপ নিয়ে৷ গত কয়েক দিন ধরেই গাঙ্গেয় বঙ্গ জ্বলছে তীব্র দহনজ্বালায়৷ তার সঙ্গে কালবৈশাখী বা ঝড়বৃষ্টির কোনও লক্ষণই নেই৷
advertisement
2/7
অসহনীয় গরমে যেন ঝলসে যাচ্ছে চারদিক৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, জুনের গোড়াতেও গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় থাকবে তীব্র গরম৷ আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা, চলতি সপ্তাহের শেষ দিকে রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা আছে৷
advertisement
3/7
আবহবিজ্ঞানীদের তরফে আশার আলো নেই উত্তরবঙ্গের জন্যেও৷ আগামী দিন দুয়েক উত্তর বাংলার পাহাড় ও ডুয়ার্সে ঝড়বৃষ্টি হতে পারে৷ তার পর বৃষ্টি কমবে সেখানেও৷
advertisement
4/7
জুনমাসের গোড়ায় গাঙ্গেয় বঙ্গের গরম হতে চলেছে প্যাচপ্যাচে৷ কারণ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য প্রচুর৷ ফলে শুকনো গরমের পরিবর্তে ঘাম হচ্ছে দেদার৷ পূর্বাভাস বলছে, রবিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
advertisement
5/7
রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলিতে বুধবার কিছুটা ঝড়বৃষ্টি হলেও তার পর সেখানে ফের শুরু হবে শুকনো গরম৷ এই পরিস্থিতিতে সকলে চাতকঅপেক্ষা করছে বর্ষার আগমনের জন্য৷
advertisement
6/7
কিন্তু বর্ষা নিয়ে আশা করেও বিশেষ আশার আলো দেখা যাচ্ছে না৷ আবহবিজ্ঞানীদের ঘোষণা, এ বছর কেরলে বর্ষা ঢুকবে ৪ জুন বা তারও দু একদিন পরে৷
advertisement
7/7
কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের পর সারা দেশে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে৷ এই মরশুমে বাংলায় কবে ঢুকবে জলীয় বাষ্পে সিক্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সে বিষয়ে এখনও কিছু পূর্বাভাস দিতে পারেননি আবহবিজ্ঞানীরা৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Heatwave in June: চলতি সপ্তাহে রাজ্যের কোন কোন জেলায়, কবে থেকে চলবে তাপপ্রবাহ, বর্ষার আর কত দেরি, জানুন আবহাওয়ার মতিগতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল