দার্জিলিঙে বৃষ্টি, সিকিমে তুষারপাতের সম্ভাবনা, কলকাতায় কবে ফিরবে ঠান্ডা, জানুন পূর্বাভাস
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast: আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একই রকম থাকবে। স্বাভাবিকের ওপরে বা স্বাভাবিক থাকবে তাপমাত্রা। রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না।
advertisement
1/7

দার্জিলিংয়ে বৃষ্টি আর সিকিমে তুষারপাতের পূর্বাভাস। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর থেকে নামবে পারদ। সপ্তাহান্তে ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় ১২ ডিগ্রির নিচে। ডিসেম্বরের মাঝামাঝি জমিয়ে শীতের স্পেল।
advertisement
2/7
আজ, বুধবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টি। দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সিকিমে বৃষ্টি এবং তুষারপাত দুটোই হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
3/7
আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একই রকম থাকবে। স্বাভাবিকের ওপরে বা স্বাভাবিক থাকবে তাপমাত্রা। রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে। ২০ তারিখের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। কলকাতা সহ জেলায় জেলায় ফিরবে শীতের আমেজ। জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা ডিসেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে।
advertisement
4/7
সে সময় জাঁকিয়ে শীতের একটা স্পেল আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। বৃষ্টির সম্ভাবনা নেই।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে। গতকাল এই তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি উপরে।
advertisement
5/7
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
advertisement
6/7
আগামী ২৪ ঘন্টার পর মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে। পরবর্তী কয়েক দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আগামী দু দিন একই আবহাওয়া থাকবে, তারপর মহারাষ্ট্রেও চার ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে।
advertisement
7/7
ঘন কুয়াশার সতর্কবার্তা আছে আগামী দুদিনের জন্য হিমাচল প্রদেশে। এছাড়াও উত্তরপ্রদেশ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। শৈত্যপ্রবাহ চলতে পারে উত্তরাখন্ডে আগামী ৪৮ ঘন্টায়।