Weather Update: সপ্তাহ-শেষে বদল আবহাওয়ায়, তারপরেই আরও শীত? চমকে দেওয়া আপডেট আবহাওয়ার
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Weather Update:শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরেও শীতের দাপট দেখা গিয়েছে৷
advertisement
1/5

কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই৷ ফলে আপাতত রাজ্যে শীতের আমেজ থাকছে বলেই বলা চলে৷ শেষ কয়েকদিন ধরে কুয়াশা আর ঠান্ডার দাপট দেখেছে রাজ্য৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরেও শীতের দাপট দেখা গিয়েছে৷ দার্জিলিং-এর কয়েকটি এলাকায় তুষারপাতের ঘটনা ঘটেছে, তুষারপাত হয়েছে সিকিমেও৷ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কোথাও পৌঁছে গিয়েছে ১০ ডিগ্রির নিচে৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, সিকিম এবং দার্জিলিংয়ের সান্দাকফু-সহ উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
4/5
আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। শুরুতেই লম্বা শীতের স্পেল। দিন ও রাতের তাপমাত্রা একই থাকবে আগামী কয়েক দিন। খুব ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা স্বল্প সময়ের জন্য অবস্থান করবে তারপর দিনভর পরিষ্কার আকাশ। (প্রতীকী ছবি)
advertisement
5/5
আগামী সপ্তাহে নতুন করে পারাপতনের সম্ভাবনা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উইকেন্ডে। এই ঝঞ্ঝা পাস করে গেলেই ২০ ডিসেম্বর বুধবার থেকে রাজ্যে আরও পারদ পতনের সম্ভাবনা। (প্রতীকী ছবি)