Weather Alert: ঘণ্টায় ৫৫ কিমি গতিতে হুহু করে হাওয়া, জেলায় জেলায় তুলকালাম বৃষ্টি, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: প্রবল ঝোড়ো, বীভৎস বৃষ্টি, দক্ষিণবঙ্গের ওপর দুর্যোগের ঘন কালো মেঘ এখনও থাকবে৷
advertisement
1/7

#কলকাতা: নিম্নচাপের মরণ কামড়ে জেরবার দক্ষিণবঙ্গ৷ জেলায় জেলায় অতিভারী বৃষ্টি সঙ্গে হাওয়ার দাপট ৷ বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হওয়া নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস এখনও জারি রয়েছে৷ ওড়িশার ওপরে তৈরি হওয়া নিম্নচাপক্ষেত্র অবশ্য খানিকটা দুর্বল হয়েছে৷ Photo- IMD/Satellite Image
advertisement
2/7
এদিকে এই নিম্নচাপের জেরে কলকাতায় আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টি হবে৷ Photo- File
advertisement
3/7
এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ সঙ্গে ঘণ্টায় ৫৫ কিলোমিটার অবধি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ Photo- File
advertisement
4/7
মুর্শিদাবাদ , বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ কলকাতাতে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে৷ তবে বেলার দিকে বৃষ্টি কমলেও ফের বিকেল , সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷ Photo- File
advertisement
5/7
আজকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আর ফিল লাইক তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ Photo Courtesy- Accuweather
advertisement
6/7
আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ এবং ক্লাউড সিলিং ৫০০ মিটার৷ বিকেল থেকে বৃষ্টির সম্ভবনা ৫০ শতাংশেরও বেশি৷ Photo- File
advertisement
7/7
বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিমের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা -র তটভূমিতে উত্তাল হবে সমুদ্র৷ মৌসম বিভাগ জানিয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে৷ Photo- IMD/Satellite Image