Viral News: ব্যাঙ্কে ঢুকে মহিলা বললেন, 'লকারটা খুলুন'! এ কী দৃশ্য, গয়না সব উধাও? ম্যানেজারের মুখে কুলুপ, কলকাতার ব্যাঙ্কে মারাত্মক কাণ্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: ব্যাঙ্কের লকারে তাঁদের সোনা ও রুপোর গয়না রাখা ছিল। ওই চিকিৎসক জানান, লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে তাজ্জব হয়ে যান তিনি।
advertisement
1/11

কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে লক্ষ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ। প্রৌঢ়া চিকিৎসকের অভিযোগ, প্রায় ২০ লক্ষ টাকার গয়না উধাও ব্যাঙ্কের লকার থেকে। (Image Courtesy AI)
advertisement
2/11
রবিবার শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৬১ বছরের ওই মহিলা, পেশায় চিকিৎসক। (Image Courtesy AI)
advertisement
3/11
মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত যদিও কেউ ঘটনায় গ্রেফতার হয়নি। (Image Courtesy AI)
advertisement
4/11
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী শ্যামপুকুর থানার কৃষ্ণরাম বসু স্ট্রিটে থাকেন। তাঁর দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শ্যামবাজার শাখায় তাঁর এবং বৃদ্ধা মায়ের নামে লকার রয়েছে। (Image Courtesy AI)
advertisement
5/11
ওই ব্যাঙ্কের লকারে তাঁদের সোনা ও রুপোর গয়না রাখা ছিল। ওই চিকিৎসক জানান, লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে তাজ্জব হয়ে যান তিনি। (Image Courtesy AI)
advertisement
6/11
গত ৫ জুন তিনি ওই ব্যাঙ্কে যান। সেদিন লকারে গিয়ে দেখে, প্রথমেই তাঁর সন্দেহ হয়েছিল। যদিও তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রথমে কিছু বলেননি। (Image Courtesy AI)
advertisement
7/11
পরদিন ৬ জুন ওই চিকিৎসক ফের ব্যাঙ্কে যান। সেদিন লকারে থাকা সোনার গয়না মিলিয়ে দেখতে গিয়েই বুঝতে পারেন, প্রায় ২০০ গ্রাম গয়না নেই। (Image Courtesy AI)
advertisement
8/11
অভিযোগকারিণীর দাবি, লকারের ভিতরে একটি স্টিলের বাক্সের ভিতরে গয়নাগুলি রাখা ছিল। কিন্তু ৬ জুন লকার খুলে দেখেন বাক্স ফাঁকা। (Image Courtesy AI)
advertisement
9/11
তাঁর আরও দাবি, ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানাতে চাইলে ব্যাঙ্ক তা করতে রাজি হয়নি। (Image Courtesy AI)
advertisement
10/11
তাঁর দাবি, ব্যাঙ্কের লোক এই ঘটনায় জড়িত থাকতে পারেন। (Image Courtesy AI)
advertisement
11/11
এর আগে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি ব্যাঙ্কের লকার থেকে প্রায় কোটি টাকার গয়না উধাও হয়েছিল। পরে ব্যাঙ্কেরই এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। (Image Courtesy AI)