'বেইমানি করতে পারব না', তৃণমূলে যোগ দিয়ে বললেন অভিনেতা দীপঙ্কর দে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

তৃণমূলে যোগ দিলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে৷ এ দিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি৷ এ দিন ভরত কল সহ বাংলা ছোট পর্দার বেশ কয়েকজন পরিচিত মুখও তৃণমূলে যোগ দেন৷ কিন্তু তাঁদের মধ্যে সবথেকে বড় চমক দীপঙ্করই৷
advertisement
2/6
কয়েকদিন আগেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ একদা রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন তিনি৷ মনে করা হচ্ছে, রুদ্রনীলের পাল্টা দীপঙ্কর দে-কে দলে টেনে বড় চমক দিল তৃণমূল৷
advertisement
3/6
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা থেকেই যে তিনি তৃণমূলে যোগ দিলেন, এ দিন তা স্বীকার করে নিয়েছেন দীপঙ্কর দে৷ তিনি বলেন, আমি বহুদিন ধরেই তৃণমূলের স্বপক্ষে আছি৷ কিন্তু শারীরিক কারণে এতদিন সব জায়গায় যেতে পারি৷ কিন্তু তৃণমূলের প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কৃতজ্ঞতা, দায়বদ্ধতা আছে৷ উনি আমাকে বঙ্গ ভূষণ, বঙ্গ বিভূষণ দিয়ে সম্মানিত করেছেন৷ এটা আমার জীবনের বড় ব্যাপার৷
advertisement
4/6
প্রবীণ অভিনেতা আরও বলেন, 'আমি যখন দু' বার অসুস্থ হয়ে হাসপাতালে গেলাম, তখন অরূপ বিশ্বাসকে পাঠিয়ে উনি আমার খোঁজখবর নিয়েছেন৷ আমার চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করেছে৷ অতএব আমি বেইমানি করতে পারব না৷ আমি তৃণমূলের সঙ্গেই আছি৷'
advertisement
5/6
রুদ্রনীলের বিজেপি-তে যোগদানের নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরে দীপঙ্কর বলেন, 'কে কথায় গিয়ে পাঁপড় ভাজল তার দায়িত্ব তো আমি নিতে পারব না!'
advertisement
6/6
দীপঙ্কর দে অবশ্য স্বীকার করে নিয়েছেন, বর্তমানে রাজনৈতিক সমর্থনের দিক দিয়ে টলিউড দু' ভাগে বিভক্ত৷ তবে দীপঙ্কর দে আত্মবিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন৷ তিনি বলেন, 'বাংলা কথা শুনে রাখুন, তৃণমূলই জিতছে৷'