TRENDING:

Vegetables Market Price: সুখবর! দাম কমল আলু-বেগুন-পাকা পেপের, সুফল হোক বা খোলা বাজার, আজ থেকেই টাকা সাশ্রয়, এক নজরে নতুন দামের তালিকা

Last Updated:
Vegetables Market Price: গত ৮ জুলাই সুফল বাংলা এবং খোলা বাজারে সব্জি এবং ফলের দামের সঙ্গে তুলনা করা হয়েছে ১৪ জুলাইয়ের দামের। তালিকায় প্রকাশ পেয়েছে বেশ কিছু সব্জি ও ফলের পূর্ব দাম (প্রতি কিলো), বর্তমান দাম (প্রতি কিলো) এবং দামের পার্থক্যগুলি। তার মধ্যে কয়েকটি দেখে নেওয়া যাক।
advertisement
1/16
দাম কমল সব্জি-ফলের! সুফল বা খোলা বাজার, এবার টাকার সাশ্রয়! এক নজরে দামের তালিকা
বড় বদল বাজারদরে। দাম কমল একাধিক সব্জি ও ফলের। সুফল বাংলা এবং খোলা বাজারে কয়েক টাকা করে কম হল দাম। হুহু করে দাম বাড়ছিল সব্জি ও ফলের। মধ্যবিত্তের পকেট ফাঁকা হয়ে যাচ্ছিল বাজারে গেলে। আগুনছোঁয়া মূল্যবৃদ্ধিতে যে সব্জিতেই হাত দিতে যাচ্ছিল সাধারণ মানুষ, তাতেই ছ্যাঁকা।
advertisement
2/16
এমন পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণ করতে কড়া ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আগামী ১০-১২ দিনের মধ্যে যেন বাজারদর নিয়ন্ত্রণে চলে আসে৷ সেই ধমকে কিছুটা হলেও কাজ হয়েছে বলে মনে করছেন ক্রেতা থেকে বিক্রেতা৷
advertisement
3/16
গত ৮ জুলাই সুফল বাংলা এবং খোলা বাজারে সব্জি এবং ফলের দামের সঙ্গে তুলনা করা হয়েছে ১৪ জুলাইয়ের দামের। তালিকায় প্রকাশ পেয়েছে বেশ কিছু সব্জি ও ফলের পূর্ব দাম (প্রতি কিলো), বর্তমান দাম (প্রতি কিলো) এবং দামের পার্থক্যগুলি। তার মধ্যে কয়েকটি দেখে নেওয়া যাক।
advertisement
4/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় আলুর দাম ছিল ৩১ টাকা। খোলা বাজারে ছিল ৩৫ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় আলুর দাম হল ৩০ টাকা। খোলা বাজারে হল ৩৩ টাকা।
advertisement
5/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় পেঁয়াজের দাম ছিল ৪২ টাকা। খোলা বাজারে ছিল ৫০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় পেঁয়াজের দাম হল ৪০ টাকা। খোলা বাজারে হল ৪৫ টাকা।
advertisement
6/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় আদার দাম ছিল ২০০ টাকা। খোলা বাজারে ছিল ২৫০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় আদার দাম হল ১৮০ টাকা। খোলা বাজারে দাম একই রয়েছে।
advertisement
7/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় রসুনের দাম ছিল ২৫০ টাকা। খোলা বাজারে ছিল ২৮০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় রসুনের দাম হল ২৪০ টাকা। খোলা বাজারে দাম একই রয়েছে।
advertisement
8/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় লঙ্কার দাম ছিল ২৫ টাকা। খোলা বাজারে ছিল ৪০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় লঙ্কার দাম হল ২৪ টাকা। খোলা বাজারে দাম একই রয়েছে।
advertisement
9/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় পটলের দাম ছিল ৩০ টাকা। খোলা বাজারে ছিল ৩৫ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় পটলের দাম হল ২৮ টাকা। খোলা বাজারে হল ৩০ টাকা।
advertisement
10/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় লাউয়ের দাম ছিল ৩৯ টাকা। খোলা বাজারে ছিল ৫০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় লাউয়ের দাম হল ২৯ টাকা। খোলা বাজারে হল ৪০ টাকা।
advertisement
11/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় ঢ্যাঁড়শের দাম ছিল ৫৫ টাকা। খোলা বাজারে ছিল ৭৫ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় ঢ্যাঁড়শের দাম হল ৪০ টাকা। খোলা বাজারে হল ৬৫ টাকা।
advertisement
12/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় বেগুনের দাম ছিল ১০৫ টাকা। খোলা বাজারে ছিল ১৪০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় বেগুনের দাম হল ৭৪ টাকা। খোলা বাজারে হল ১০০ টাকা।
advertisement
13/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় টম্যাটোর দাম ছিল ৬৫ টাকা। খোলা বাজারে ছিল ৮০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় টম্যাটোর দাম একই রয়েছে। খোলা বাজারে হল ৭০ টাকা।
advertisement
14/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় পাকা পেঁপে দাম ছিল ৫৭ টাকা। খোলা বাজারে ছিল ৮০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় পাকা পেঁপের দাম একই রয়েছে। খোলা বাজারে হল ৬০ টাকা।
advertisement
15/16
পাকা কলার দাম একই রয়েছে দুই বাজারেই। কলা প্রতি সুফল বাংলায় ৫ টাকা আর খোলা বাজারে কলা প্রতি ৬ টাকা।
advertisement
16/16
এক সপ্তাহ আগে সুফল বাংলায় পেয়ারার দাম ছিল ৫০ টাকা। খোলা বাজারে ছিল ৬০ টাকা। চলতি সপ্তাহে সুফল বাংলায় পেয়ারার দাম একই রয়েছে। খোলা বাজারে দাম বেড়ে হয়েছে ৭০ টাকা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Vegetables Market Price: সুখবর! দাম কমল আলু-বেগুন-পাকা পেপের, সুফল হোক বা খোলা বাজার, আজ থেকেই টাকা সাশ্রয়, এক নজরে নতুন দামের তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল