Vande Bharat|| Eastern Railway: ন্যূনতম ভাড়া কত Vande Bharat-এর? পূর্ব ভারতের দ্রুততম ট্রেনের সময়সূচি দেখে নিন
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
আজই বন্দেভারত এক্সপ্রেসের সূচি চুড়ান্ত করল রেল। বোলপুর, মালদা টাউন, বারসই স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। বুধবার বাদে রোজ ট্রেন চলবে। ট্রেনের নম্বর হল ২২৩০১ ও ২২৩০২।
advertisement
1/10

ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রুটে সফল ভাবে ছুটে চলেছে দেশীয় ট্রেন-১৮ বা বন্দে ভারত এক্সপ্রেস। এবার পশিমবঙ্গবাসীও এই ট্রেন পেতে চলেছেন। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে আগামিকাল থেকে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। তা নিয়েই নানা মহলে শুরু হয়েছে জল্পনা।
advertisement
2/10
শতাব্দী এক্সপ্রেসে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে লাগে প্রায় ৯ ঘণ্টা। যাত্রাপথে কোনও সমস্যা থাকলে আরও বেশি। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে আরও কম। সাড়ে সাত ঘণ্টায় ট্রেন হাওড়া থেকে এনজেপি যাবে।
advertisement
3/10
আজই বন্দেভারত এক্সপ্রেসের সূচি চুড়ান্ত করল রেল। বোলপুর, মালদা টাউন, বারসই স্টেশনে ট্রেন দাঁড়াবে এই ট্রেন। বুধবার বাদে রোজ ট্রেন চলবে। ট্রেনের নম্বর হল ২২৩০১ ও ২২৩০২। স্টপেজ বাড়ল হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের। বর্ধমানে ট্রেন থামবে।
advertisement
4/10
সোমবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরীক্ষামূলক দৌড় সম্পন্ন হয়েছে। দেখা গিয়েছে, ৮ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছেছে ট্রেনটি। স্পিড উঠেছিল সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘণ্টায়।
advertisement
5/10
শতাব্দী এক্সপ্রেসের থেকে দ্রুত যাওয়ার জন্য সেই ট্রেনের চেয়ে অনেক কম স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত। এই ট্রেনের স্টেশনগুলি হল- বোলপুর, মালদহ ও বারসোই। শতাব্দী এক্সপ্রেসের তুলনায় কতটা বেশি পড়বে এর ভাড়া? রিপোর্ট অনুযায়ী, শতাব্দীর থেকে কিছুটা বেশিই পড়বে এই ট্রেনের ভাড়া।
advertisement
6/10
আইআরসিটিসি-র দেওয়া তথ্য অনুযায়ী, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে চেয়ার কারের ভাড়া পড়ে ১ হাজার ৬৫০ টাকা। একই রুটের শতাব্দী এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া পড়ে ২ হাজার ৫০০ টাকা।
advertisement
7/10
বন্দে ভারতের চেয়ার কারের ভাড়া হতে পারে ১ হাজার ৮৭০ টাকা। অর্থাৎ প্রায় ২২০ টাকা মতো বেশি। একইভাবে এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হতে পারে ৩ হাজার ২৫০ টাকা। যা প্রায় ৭৫০ টাকা বেশি।
advertisement
8/10
বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসেই রয়েছে ১৮০ ডিগ্রি ঘূর্ণায়মান আসন। এই ট্রেনে মোট ১ হাজার ১২৮ জন যাত্রী বসে যেতে পারবেন। আগামিকাল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
9/10
সূত্রের খবর, শুক্রবার, ৩০ ডিসেম্বর উদ্বোধন হলেও যাত্রীদের নিয়ে এই ট্রেনের যাত্রা শুরু হবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে। যদিও এ বিষয়ে রেলের তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি আসেনি।
advertisement
10/10
সপ্তাহে ছ’দিন হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ভোর ৫ টা ৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১ টা ২৫ মিনিটে। আবার সেদিনই দুপুর ৩ টে নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে রাত ১০ টা নাগাদ হাওড়া ঢুকবে ট্রেনটি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এটি পূর্ব ভারতের দ্রুততম ট্রেন হয়ে উঠবে।