Uncle and Nephew: পটলডাঙা স্ট্রিটে সে কী কাণ্ড, সে কী কাণ্ড, প্রথমে দরজার বাইরে হাজির পাওনাদাররা, তারপরই পুলিশ, কাকা-ভাইপো ততক্ষণে...
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Uncle and Nephew: কলকাতা থেকে জেলা সব জায়গাতেই এখন এই ঘটনা ঘটছে...
advertisement
1/5

কলকাতা: ফের একই পরিবারের দুই সদস্যের মৃত্যু৷ তাও অস্বাভাবিক মৃত্যু৷ শুক্রবার একই পরিবারের কাকা ও ভাইপোর মৃতদেহ পাওয়া গেল তাদের ঘর থেকে৷ Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/5
৪৫ নম্বর পটলডাঙা স্ট্রিটের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন পলাশ বসু ওরফে মৃণাল বসু আর তার ভাইপো নীলাঞ্জন বসু। শুক্রবার বিকেলে পাওনাদাররা সেই বাড়িতে আসে। ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
3/5
বাড়িওয়ালাও এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ধাক্কা দিয়ে দেখা যায় দু'জনের নিথর দেহ পড়ে আছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান আত্মহত্যা করেছেন দুজনেই। এরা সম্পর্কে কাকা ও ভাইপো৷
advertisement
4/5
পুলিশের প্রাথমিক তদন্তে এই দুজনের দেহেই কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ এদিকে বাড়িতে কীটনাশকের বোতল পাওয়া গেছে, এমনটা জানিয়েছে সেই বাড়ির মালিক৷
advertisement
5/5
এদিকে এর কয়েক দিন আগেও একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর কথাও সামনে এসেছিল৷ এভাবে পরপর বহু পরিবারের ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে৷