TRENDING:

Kolkata: কলকাতায় বিদেশের আমেজ! সল্টলেকের অফিসপাড়া সাজল ওয়াশিংটনের আদলে

Last Updated:
Kolkata: তথ্যপ্রযুক্তি নগরীর আকাশছোঁয়া অফিস বিল্ডিংয়ের মাঝেই তৈরি হয়েছে এই মন ভাল করে দেওয়ার জায়গা। ফলে অফিস শেষে বন্ধুদের বা কাছের মানুষের সঙ্গে আড্ডা, থেকে সেলফি তোলা, সবের জন্যই এই জায়গায় হাজির হচ্ছে সকলে।
advertisement
1/8
কলকাতায় বিদেশের আমেজ! সল্টলেকের অফিসপাড়া সাজল ওয়াশিংটনের আদলে
*তথ্যপ্রযুক্তি নগরীর অফিস পাড়া বলতে সল্টলেক সেক্টর ফাইভ নিউটাউনকেই মূলত বোঝায়। সকাল থেকেই এই এলাকায় শুরু হয়ে যায় তথ্য প্রযুক্তি কর্মীদের আনাগোনা। ফাইল ছবি। 
advertisement
2/8
*সারাদিনের কর্মব্যস্ততার পর, একটু আড্ডা ও মন ভাল করে দেওয়ার জন্য এতদিন এই এলাকায় তেমনভাবে কোনও জায়গা না থাকলেও, এ বার অফিস পাড়ার বিনোদনের নতুন আকর্ষণ হয়ে উঠেছে টাউন স্কোয়্যার। ফাইল ছবি।
advertisement
3/8
*তথ্যপ্রযুক্তি নগরীর আকাশছোঁয়া অফিস বিল্ডিংয়ের মাঝেই তৈরি হয়েছে এই মন ভাল করে দেওয়ার জায়গা। ফলে অফিস শেষে বন্ধুদের বা কাছের মানুষের সঙ্গে আড্ডা, থেকে সেলফি তোলা, সবের জন্যই এই জায়গায় হাজির হচ্ছে সকলে। তাই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সল্টলেক সেক্টর ফাইভের টাউন স্কোয়্যার। ফাইল ছবি।
advertisement
4/8
*স্টিল ও কাচ ব্যবহার করে আধুনিকভাবে সেজে উঠেছে সল্টলেকের এই চত্বর। আরবিডি মল থেকে ইনফিনিটি পর্যন্ত কেবলমাত্র পথচারীদের জন্যই সেজে উঠছে এলাকা। তবে এই জায়গায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। ফাইল ছবি।
advertisement
5/8
*সন্ধ্যের নামলেই জ্বলে উঠছে হরেক রকমের এলইডি আলো। মুহূর্তেই মনে হবে আপনি পৌঁছে গিয়েছেন বিদেশের কোনও জনপ্রিয় জায়গায়। ফাইল ছবি।
advertisement
6/8
*নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এই নতুন জোনটি তৈরি করছে ওয়াশিংটন মনুমেন্টের ধাঁচে। ফলে স্টিল, কাচ দিয়ে নানা ধরনের সাজসজ্জায় চারপাশটা একেবারে ঝলমল করছে। ফাইল ছবি।
advertisement
7/8
*এই জোনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। যেখানে নানারকম অনুষ্ঠান হবে। আগামী মাসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধন করতে পারেন এই টাউন স্কোয়্যারের। ফলে তথ্য প্রযুক্তি কর্মীরা কাজের শিফট শেষে, রাস্তায় গাড়ির হর্নের দাপাদাপি থেকে নিজেদের দূরে রেখে সেক্টর ফাইভ টাউন স্কোয়্যারে কাটাতে পারবেন। ফাইল ছবি।
advertisement
8/8
*শহর ও শহরতলির মানুষের কাছেও পর্যটনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে এই এক টুকরো বিদেশ। ইতিমধ্যেই এই প্লাজার কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata: কলকাতায় বিদেশের আমেজ! সল্টলেকের অফিসপাড়া সাজল ওয়াশিংটনের আদলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল