Mahasasthi: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন মণ্ডপে মণ্ডপে, আনন্দ উৎসবের আজ মহা সূচনা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mahasasthi : আজ মহাষষ্ঠী নিউজ ১৮ বাংলার সব পাঠকদের দুর্গাপুজোর শুভেচ্ছা৷ পুজো সকলের আনন্দে কাটুক৷
advertisement
1/11

এখন মহালয়া থেকেই পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় বাঙালি দুর্গাপুজোয় মেতে ওঠে , তবে আজ সেই পুজোর আনন্দের বাড়তি আনন্দের দিন ৷ কারণ আজ মহাষষ্ঠী৷ Photo- Siddhartha Sarkar
advertisement
2/11
দেবীর বোধন৷ মৃণ্ময়ী মা চিন্ময়ী হয়ে অধিষ্ঠান করবেন মণ্ডপে, মণ্ডপে৷ Photo- Debalina Datta
advertisement
3/11
ঢাকের বোল উঠছে প্যান্ডেলে,প্যান্ডেলে ৷ আকাশও সকাল থেকেই পরিষ্কার৷ তাই আকাশে বাতাসে এখন দুর্গাপুজোর গন্ধে মাতোয়ারা বাঙালি ৷ নিউটাউন সর্বজনীনের পুজো প্যান্ডেলে রাজকীয় পরিবেশে মা দুর্গা৷ Photo- Siddhartha Sarkar
advertisement
4/11
আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ি নবমী থেকে আকাশের মুখ ঢাকতে পারে মেঘে, হতে পারে বৃষ্টি৷ তাই কোনও চান্স নেওয়া নয়, উত্তর থেকে দক্ষিণ কলকাতা পঞ্চমীর রাতে জনজোয়ারে ভাসল গোটা কলকাতা৷ ৬৬ পল্লীর পুজোয় দেবী প্রতিমায় ব্যবহৃত মাটিকে দিয়েই বানানো হয়েছে থিম৷ Photo- Siddhartha Sarkar
advertisement
5/11
এদিক শুক্রবার মহাষষ্ঠী৷ রইল মহাষষ্ঠীর নির্ঘণ্ট চেতলা অগ্রণীর মূল ভাবনা সাফল্যের সিঁড়ির দৌড়ে অনৈতিকতা৷ Photo- Debalina Datta
advertisement
6/11
১১ অক্টোবর- পঞ্চমী প্রাতঃ ঘ ৬।২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ঘ ৪।৪ পর্যন্ত। প্রাতঃ ঘ ৬।২৪ গতে দুর্গা ষষ্ঠী।
advertisement
7/11
প্রাতঃ ঘ ৬।২৪ গতে পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৩ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩০ গতে পূর্বাহ্ণ মধ্যে)।
advertisement
8/11
দেবী দুর্গার শতাধিক ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাস।
advertisement
9/11
দেবী দুর্গার এবারের আগমন এবং গমন দুটোই ঘোটকে যার অর্থ ছত্রভঙ্গ।
advertisement
10/11
পুজোতে বৃষ্টির ভ্রুকূটি রয়েছে এই কথা মাথায় রেখেই পঞ্চমীর রাত একেবারেই বয়ে যেতে দেয়নি কলকাতাবাসী৷ রাত জেগে চলল ঠাকুর দেখা৷
advertisement
11/11
আজ মহাষষ্ঠী নিউজ ১৮ বাংলার সব পাঠকদের দুর্গাপুজোর শুভেচ্ছা৷ পুজো সকলের আনন্দে কাটুক৷