লক্ষ্য ছাব্বিশ...! ১৫ জায়েন্ট স্ক্রিন, ১০০০ স্বেচ্ছাসেবক, বিধানসভা ভোটের আগে ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট, তুমুল তৎপরতা তৃণমূলে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
TMC 21st July: বিধানসভা ভোটের আগে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। তাই এবার ব্যবস্থাও নজরকাড়া৷ ধর্মতলায় শুরু হচ্ছে মঞ্চ বাঁধার কাজ। এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে।
advertisement
1/6

কলকাতা: বিধানসভা ভোটের আগে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। তাই এবার ব্যবস্থাও নজরকাড়া৷ ধর্মতলায় শুরু হচ্ছে মঞ্চ বাঁধার কাজ। এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে।
advertisement
2/6
মূল সমাবেশের জন্য যে তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তা এবার আকারে অনেক বড়। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল। তাই শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৬০০ জন বসতে পারেন, এমনভাবে তৈরি করা হয়েছে মঞ্চ।
advertisement
3/6
ত্রি-স্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১,১২,১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে৷
advertisement
4/6
এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৫'টি জায়েন্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়েন্ট স্ক্রিনে দেখানোর সুবিধা। প্রায় ১০০০ স্বেচ্ছাসেবক থাকবেন।তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব।
advertisement
5/6
দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।সোশ্যাল মিডিয়া পেজে লাইভ থাকবে সমাবেশ। এদিন ধর্মতলায় খুঁটি পুজো অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে হাজির ছিলেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী।
advertisement
6/6
রাজ্য সভাপতি সুব্রত বক্সীও হাজির ছিলেন। যুব রাজ্য সভাপতি সায়নী ঘোষ বলেন, এবারেও রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হবে। বিধানসভা ভোটের আগে এই সমাবেশ থেকে দলের নেতা কর্মীদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।