TMC 21 July Rally: একুশের সভায় অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ, নিয়ে যাওয়া হল অ্যাম্বুল্যান্স করে! কোন সাংসদ জানেন? চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
TMC 21 July Rally: তৃণমূল সাংসদ কীর্তি আজাদ অসুস্থ বোধ করায় তাকে অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হয়।
advertisement
1/6

মঞ্চে তখন বক্তৃতা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরগরম গোটা ধর্মতলা চত্বর। চারিদিকে উঠছে স্লোগান। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ।
advertisement
2/6
তৃণমূল সাংসদ কীর্তি আজাদ অসুস্থ বোধ করায় তাকে অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হয়। যদিও তাতে সভা চালিয়ে যেতে কোনও অসুবিধা হয়নি। তবে, সাময়িক ভাবে সকলে একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েন।
advertisement
3/6
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই পালন করছে তৃণমূল। সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সকলের নজরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন, সে দিকেও।
advertisement
4/6
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন, বিজেপিকে শূন্য করে দিতে হবে বিধানসভা ভোটে। এই সভা থেকেই বিধানসভা নির্বাচনের প্রচারের সুর বেঁধে দিল তৃণমূল। আর সেটা হল বিজেপির বাংলা-বিদ্বেষ।
advertisement
5/6
সোমবার অভিষেক বলেন, ''আমরা বাংলায় কথা বলি। ১০০ বার বলব। গর্ব করে বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েও ‘জয় বাংলা’ বলাব। লিখে রাখুন।’’
advertisement
6/6
অভিষেকের কথায়, ''আমরা মেরুদণ্ড বিক্রি করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে। এক দিকে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এক দিকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। দু’টি ই-কে কাজে লাগাচ্ছে। কেউ ভয় পাবেন না।’’