TRENDING:

Thunderstorm Alert: হু হু করে বয়ে যাবে হাওয়া, ওলটপালট বৃষ্টি রাজ্যে-রাজ্যে, বাংলারও নিস্তার নেই

Last Updated:
Weather Update: ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত এবং তার জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে । বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমে শীতল বাতাসের সংঘাতে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে।
advertisement
1/13
হু হু করে বয়ে যাবে হাওয়া, ওলটপালট বৃষ্টি রাজ্যে-রাজ্যে, বাংলারও নিস্তার নেই
বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার৷ সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত হালকা হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে৷ আজ কলকাতায় সারাদিনই রোদ মেঘের খেলা চলবে কলকাতায়৷ এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে৷
advertisement
2/13
নতুন করে তৈরি হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা তারওপর বঙ্গোপসাগর থেকে দক্ষিণপূর্বের জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে দেশের বিভিন্ন প্রান্তে৷ ১৬ মার্চ থেকে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে পশ্চিমা বাতাসের প্রবেশের কারণে দেশের নানা রাজ্যেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷
advertisement
3/13
ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত এবং তার জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে । বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমে শীতল বাতাসের সংঘাতে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে। তিন -চারদিন ধরে ঝড় বৃষ্টি হবে , তবে লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা  দু-এক ঘণ্টার জন্য করে বিক্ষিপ্তভাবে এলাকা এলাকায়  বজ্রগর্ভ মেঘ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে।
advertisement
4/13
এই কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতিই জারি থাকবে৷ ঝড়ের গড় গতিবেগ হবে ঘণ্টায় ৩০থেকে ৪০ কিলোমিটার৷
advertisement
5/13
আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশের পরিমাণ বাড়বে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনাতে।
advertisement
6/13
দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
7/13
বৃহস্পতি ও শুক্রবার ১৬ ও ১৭ মার্চ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে৷
advertisement
8/13
কলকাতাতে আজও মেঘলা আকাশ থাকার সম্ভবনা বেশি৷ তবে কলকাতাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে এখনও দিন দুয়েকের অপেক্ষা৷ বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
9/13
১৮ মার্চ শনিবার থেকে কলকাতার আবহাওয়ার মুড ভালরকম বিগড়োবে৷  রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বৃদ্ধি পাবে। এমনটাই ওয়েদার অ্যালার্টে জানিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
10/13
আইএমডি জানিয়েছে যে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামাণ্য বেশি হতে পারে। তবে ভালো কথা হল আকাশে হালকা মেঘ থাকবে, যার কারণে দিল্লির মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া অফিস বুধবার আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।
advertisement
11/13
একইভাবে, আইএমডি নিজেদের ওয়েদার আপডেটে  ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে, মৌসুমী বায়ু সক্রিয় হবে মধ্যপ্রদেশে  ফলে তাপপ্রবাহ  থেকে কিছুটা মুক্তি হবে। তবে এ খবর কৃষকদের জন্য উদ্বেগের বিষয়। কারণ মাঠে যে ফসল রয়েছে এরকম হঠাৎ বৃষ্টিতে তার ক্ষতি হতে পারে৷
advertisement
12/13
একটানা না হলেও বিছিন্ন ভাবে বৃষ্টি হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ১৬- ১৮ তারিখ অবধি আবহাওয়ার এই পরিস্থিতি জারি থাকবে৷
advertisement
13/13
পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে ১৭-১৮ তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ ১৭ তারিখ ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশের উপকূলে এবং তেলেঙ্গানায়৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Thunderstorm Alert: হু হু করে বয়ে যাবে হাওয়া, ওলটপালট বৃষ্টি রাজ্যে-রাজ্যে, বাংলারও নিস্তার নেই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল