Bengal Saree GI Tag: বঙ্গের মাথায় নয়া পালক! তিন-তিনটে শাড়ি পেল জিআই ট্যাগ! জানুন কোনগুলি?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bengal Saree GI Tag: নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে দেওয়া হয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।
advertisement
1/6

বছরের শুরুতেই একগুচ্ছ সুখবর শাড়ি-প্রেমী বাঙালির জন্য। বাংলার তিনটে শাড়ি এবার পেল জিআই ট্যাগ।
advertisement
2/6
নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে দেওয়া হয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।
advertisement
3/6
বাংলাদেশে টাঙ্গাইল শাড়ি প্রথম বোনা হয়। তারপর উনবিংশ শতাব্দীর শেষদিকে পশ্চিমবঙ্গে আসে সেই। অফ হোয়াইট, হালকা রঙের উপর বোনা হয় এই টাঙ্গাইল শাড়ি।
advertisement
4/6
আমরা গরদ শাড়ি সাধারণত লাল পাড় সাদা শাড়ি-ই দেখি। আর এই শাড়ি হল বাঙালিদের ঐতিহ্য। পুজো-পার্বণ এবং বিশেষ যে কোনও অনুষ্ঠানে বাঙালিরা এই লাল-সাদা শাড়ি পরেন। বর্তমানে এই লাল পাড় সাদা শাড়িতেও এসেছে অনেক বৈচিত্র্য। বীরভূমেই বোনা হয় এই গরদ শাড়ি।
advertisement
5/6
বর্তমানে খুবই প্রচলিত কড়িয়াল বেনারসি। আর এই কড়িয়াল হল মুর্শিদাবাদ সিল্ক। এই শাড়ির স্টাইল হল পাটলি পল্লু। তার মানে কুঁচি আর বডির নকশা আলাদা।
advertisement
6/6
চলতি বছরের শুরুতেই বঙ্গের পাঁচটি জিনিস জিআই ট্যাগের স্বীকৃতি পেল। শাড়ি ছাড়াও এই তালিকায় রয়েছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চালও।