TRENDING:

শেষ শীতে কব্জি ডুবিয়ে কাবাব খাওয়ার সেরা ঠিকানা, চলে আসুন অউধ ১৫৯০-এ

Last Updated:
কাবাব ফেস্টিভ্যালের সূচনার দিন হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রেস্তোরাঁর কর্ণধার শিলাদিত্য ও দেবাদিত্য চৌধুরী।
advertisement
1/8
শেষ শীতে কব্জি ডুবিয়ে কাবাব খাওয়ার সেরা ঠিকানা, চলে আসুন অউধ ১৫৯০-এ
• গোটা বছরটা বে হিসেবে কেটে গেল। কপাল গুণে, একটা কী দুটো বিয়ে বাড়িতে নেমন্তন্ন পেয়েছেন। ভুরিভোজ তেমন আর হল কোথায়। এ বার যখন জাঁকিয়ে একটু ঠান্ডা পড়েছে ,তখন একটু না খেলেই হয়। 
advertisement
2/8
• শহরের মধ্যেই যদি মেলে সুস্বাদু লখনউ ঘরানার সব কাবাব, তা হলে তো কোনও কথাই নেই। সেই কথা ভেবেই অঔধ ফিফটিন নাইনটি আয়োজন করেছে দারুণ এক কাবাব ফেস্টিভ্যালের।
advertisement
3/8
• কাবাব এমনিতে প্রথম পাতে খাওয়া জিনিস। কিন্তু কেউ আবার পুরো খাবারটাই কাবাব দিয়ে সারতে পারেন। আপনি যেই দলেই হন না কেন, অপশন সকলের জন্য আছে।
advertisement
4/8
• লখনউ-র বাবুর্চিদের তৈরি করা সব কাবাব আপনি এই কলকাতাতে বসেই পেতে পারেন। প্রথমে আমিষ কাবাবের কথা বলা যাক, থাকছে- গোস্ত গোটি কাবাব,পত্থর কি কাবাব, মুর্গ সুতলি কাবাব, গোস্ত লিভার টিক্কা, মুর্গ সুতলি কাবাব, ভরবান চিকেন শিকারি তন্দুরি ।
advertisement
5/8
• সঙ্গে আরও অনেক কিছু। তবে নিরামিষ তালিকাতেও কম পদ নেই। অনেকেই এই অভিযোগ করে থাকেন নিরামিষাশীদের জন্য কোনও বিশেষ অপশন থাকে না। সেই দুঃখ নিশ্চয়ই মিটবে এ বার।
advertisement
6/8
• থাকছে- পনির দোরাঙ্গি কাবাব, বাদশাহী দহি কাবাব, ভরবান আলু তন্দুরি ।
advertisement
7/8
• মাছেরও প্রচুর কাবাব রয়েছে। যেমন- স্মোকড তন্দুরি লবস্টার, মাহি শিক কাবাব, লসোনি ঝিঙ্গা মাহি গুলফাম ।
advertisement
8/8
• দু’জনের কাবাব ফেস্টিভ্যালে খেতে ৯০০ টাকা সঙ্গে অতিরিক্ত ট্যাক্স, মোটামুটি এ রকম খরচ হবে। কাবাব ফেস্টিভ্যালের সূচনার দিন হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রেস্তোরাঁর কর্ণধার শিলাদিত্য ও দেবাদিত্য চৌধুরী।
বাংলা খবর/ছবি/কলকাতা/
শেষ শীতে কব্জি ডুবিয়ে কাবাব খাওয়ার সেরা ঠিকানা, চলে আসুন অউধ ১৫৯০-এ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল