TRENDING:

Thakurpukur Accident: ঠাকুরপুকুরে ইচ্ছাকৃত ভাবেই ধাক্কা পরিচালকের! এবার সামনে বিস্ফোরক অভিযোগ, CCTV-তে যা দেখা গেল, স্পষ্ট সব

Last Updated:
Thakurpukur Accident: গত রবিবার ঠাকুরপুকুরে মারাত্মক গাড়ি দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে এসে বাজারের মধ্যে ঢুকে পড়ে গাড়ি।
advertisement
1/8
ঠাকুরপুকুরে ইচ্ছাকৃত ভাবেই ধাক্কা পরিচালকের! এবার সামনে এল বিস্ফোরক অভিযোগ
কলকাতা: ঠাকুরপুকুরের দুর্ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। কিন্তু মৃত আমিনুর রহমানের পরিবারের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই ধাক্কা মেরেছিলেন অভিযুক্ত পরিচালক।
advertisement
2/8
পরিস্থিতি থেকে বাঁচতেই গাড়িটি দ্রুত গতিতে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। গাড়ির ব্রেক ফেল করেনি। ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই ঠাকুরপুকুর বাজারে প্রবেশ করার ফুটেজেও ক্রমশ স্পষ্ট হচ্ছে তা। এমনই অভিযোগ পরিবারের।
advertisement
3/8
গত রবিবার ঠাকুরপুকুরে মারাত্মক গাড়ি দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে এসে বাজারের মধ্যে ঢুকে পড়ে গাড়ি। তাতে অনেকেই জখম হন। ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে। সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, তাঁদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে।
advertisement
4/8
ঠাকুরপুকুরের ঘটনায় ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে টলিউডে। গাড়িতে মদ্যপ অবস্থায় পরিচালক ভিক্টো, শ্রিয়া বসুরা। তাঁদের প্রথমে আটক করে পুলিশ কিন্তু পরে জামিনও পেয়ে যান তাঁরা। মৃতের পরিবার বলছে, পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলার রুজু করেছে, কিন্তু এটা ইচ্ছাকৃত খুনের ঘটনা। তার জন্যই হয়তো সহজে জামিন পেয়েছেন অভিযুক্তরা।
advertisement
5/8
ঠাকুরপুকুরের ঘটনায় ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে টলিউডে। গাড়িতে মদ্যপ অবস্থায় পরিচালক ভিক্টো, শ্রিয়া বসুরা। তাঁদের প্রথমে আটক করে পুলিশ কিন্তু পরে জামিনও পেয়ে যান তাঁরা। মৃতের পরিবার বলছে, পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলার রুজু করেছে, কিন্তু এটা ইচ্ছাকৃত খুনের ঘটনা। তার জন্যই হয়তো সহজে জামিন পেয়েছেন অভিযুক্তরা।
advertisement
6/8
পরিবারের বক্তব্য, এফআইআরে বলা হয়েছে গাড়ির ব্রেক ফেল হয়েছিল। কিন্তু গাড়িটি প্রথমে দাঁড়িয়েছিল, তারপর গতি বাড়িয়ে ধাক্কা মারে একের পর এক। এমনকী, গাড়ির মধ্যে মদের বোতল, গাঁজার কলকেও ছিল, যা এফআইআর কপিতে উল্লেখ করা নেই বলে অভিযোগ।
advertisement
7/8
মৃতের ছেলের অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে এবং দোষীদের বাঁচিয়ে নিয়ে গেছে পুলিশ। তাঁদের তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। কোনও অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়নি।
advertisement
8/8
ঠাকুরপুকুর বাজার থেকে বাখরাহাট রোড পর্যন্ত রাস্তায় পাইপ লাইন বসানোর কাজ চলছে। সেই রাস্তায় দু'চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও, এই মুহূর্তে চার চাকা গাড়ির চালানো নিষেধ। তাই ঘাতক গাড়িটি কীভাবে নো-এন্ট্রি থাকা সত্ত্বেও সেখানে ঢুকল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Thakurpukur Accident: ঠাকুরপুকুরে ইচ্ছাকৃত ভাবেই ধাক্কা পরিচালকের! এবার সামনে বিস্ফোরক অভিযোগ, CCTV-তে যা দেখা গেল, স্পষ্ট সব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল