advertisement
1/6

ঘোর শীতকাল৷ তবু নেই সেই অনুভূতি৷ বছর শেষের কড়া ঠান্ডাটা জানুয়ারির শুরুতে হঠাত্ উধাও৷ আজ অর্থাত্ শনিবার ফের বাড়ল তাপমাত্রা৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
2/6
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা থাকবে শীতের আমেজ৷ শুক্রবারের চেয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে৷ তবে স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম৷
advertisement
3/6
আজই আন্দামানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'পাবুক'৷ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে৷
advertisement
4/6
'পাবুক'-এর আগমনে আন্দামানে শুরু হয়েছে গিয়েছে ঝোড়ো হাওয়া৷ উত্তাল সমুদ্র৷ আজ রাতে আন্দামান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি৷ না-হলে কাল অর্থাত্ রবিবার সন্ধ্যায় আন্দামানের উপর দিয়ে বইবে 'পাবুক'৷
advertisement
5/6
'পাবুক' মানে হল মিষ্টি জলের বড়মাছ৷ নামটি দিয়েছে লাওস৷ হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের জেরে ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে৷
advertisement
6/6
থাইল্যান্ডে ইতিমধ্যেই আছড়ে পড়েছে ঝড়টি৷ দক্ষিণ থাইল্যান্ডে কার্যত ধ্বংসলীলা চালিয়েছে পাবুক৷