TRENDING:

Taxi: ভাড়া কমবে হলুদ ট্যাক্সির...? পরিবহণমন্ত্রীর 'বিরাট' ঘোষণা! ক্যাব ড্রাইভারদের জুলুমবাজির ইতি

Last Updated:
Yellow Taxi: হলুদ ট্যাক্সির ভাড়া নিয়ে বিরাট আপডেট দিলেন মন্ত্রী! খুব শিগগিরই যাত্রী ভোগান্তির শেষ। বড় রাজ্য ইঙ্গিত পরিবহন দফতরের।
advertisement
1/8
ভাড়া কমবে হলুদ ট্যাক্সির..? মন্ত্রীর 'বিরাট' ঘোষণা! ড্রাইভারদের জুলুমবাজির ইতি
অ্যাপ ক্যাবের রমরমার মধ্যেও পরবহণের অন্যতম কাঙ্খিত মাধ্যম হলুদ ট্যাক্সি। কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের ক্রমাগত প্রত্যাখ্যানের অভিযোগ নিয়ে যারপরনাই বিরক্ত শহরবাসী। একটু বৃষ্টি হলে ভাড়ার উপর অতিরিক্ত টাকা চান ড্রাইভাররা। আর তাতেই তিতিবিরক্ত হন নিত্যযাত্রীরা।
advertisement
2/8
প্রায় রোজই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে হলুদ ট্যাক্সির বিরুদ্ধে ওঠে যাত্রী প্রত্যাখ্যনের অভিযোগ। ফলত রাতবিরেতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। এই নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের তরফে পুলিশ-প্রশাসনের কাছেও অভিযোগ করা হয়েছে। তবুও বন্ধ হয়নি যাত্রী প্রত্যাখ্যান।
advertisement
3/8
এবার নয়া ভাবনা রাজ্য পরিবহণ দফতরের। ইতিমধ্যে চালু হয়েছে 'যাত্রীসাথী' অ্যাপ। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। সফল হলে এর আওতায় সমস্ত হলুদ ট্যাক্সিকে আনার চেষ্টা করা হবে বলেও জানা যাচ্ছে।
advertisement
4/8
এবার হলুদ ট্যাক্সি নিয়েই বড় ঘোষণা মন্ত্রীর। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, 'যাত্রীসাথী অ্যাপের' ট্রায়াল রান চলছে। যাত্রীসাথী অ্যাপ সরকার চালু করতে চলেছে শীঘ্রই। অর্থাৎ ওলা-উবেরের মতো সরকারের অ্যাপ ক্যাব নামবে রাজপথে। আর তাতেই কমতে পারে খরচও।
advertisement
5/8
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, "আপাতাত বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ এলাকায় পাইলট প্রজেক্ট চলছে। সফল হলে এটি পুরোপুরি ভাবে চালু করা হবে। পরিবহণমন্ত্রীর আশা, এটি পুরোপুরিভাবে চালু হলে একদিকে যেমন যাত্রী প্রত্যাখ্যানের রেট কমবে তেমনই যাত্রীরা তুলনামূলকভাবে কম ভাড়াতেও যাতায়াত করতে পারবেন। মন্ত্রীর দাবি, এই অ্যাপ পুরোপুরিভাবে কাজ করা শুরু করলে হয়রানি কমে যাওয়ার পাশাপাশি যাত্রীদের যাতায়াতের খরচও কমবে।
advertisement
6/8
পরিবহণমন্ত্রীর আশা, এটি পুরোপুরিভাবে চালু হলে একদিকে যেমন যাত্রী প্রত্যাখ্যানের রেট কমবে তেমনই যাত্রীরা তুলনামূলকভাবে কম ভাড়াতেও যাতায়াত করতে পারবেন। মন্ত্রীর দাবি, এই অ্যাপ পুরোপুরিভাবে কাজ করা শুরু করলে হয়রানি কমে যাওয়ার পাশাপাশি যাত্রীদের যাতায়াতের খরচও কমবে।
advertisement
7/8
মহিলা ক্যাব চালকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৪x৭ ঘণ্টার জন্য একটি হেল্প লাইন নম্বর চালু করা হল স্টেট অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের পক্ষ থেকে। পাশাপাশি সর্বক্ষণ মনিটরিং করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। মহিলা ক্যাব চালকরা কোনওরকম সমস্যার সম্মুখীন হলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে লাইভ লোকেশান পাঠানো যাবে।
advertisement
8/8
মহিলা ক্যাব চালকদের জন্য যে হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে, সেটি হল ৮৯১০০৭৯২১২। এছাড়াও তাঁদের জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু করা হয়েছে সেটি হল ৯৮০৪৪৫৮০৪৫। বর্তমানে শহর কলকাতায় প্রায় ২৩ হাজার ক্য়াব চালক রয়েছেন। তার মধ্যে মহিলা চালকের সংখ্যা প্রায় ২০। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও এগিয়ে আসছে পরিবহন দফতর।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Taxi: ভাড়া কমবে হলুদ ট্যাক্সির...? পরিবহণমন্ত্রীর 'বিরাট' ঘোষণা! ক্যাব ড্রাইভারদের জুলুমবাজির ইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল