Tangra Incident: ট্যাংরায় তিন খুন কাণ্ডে চাঞ্চল্যকর পদক্ষেপ, আর থাকবে না কোনও ধোঁয়াশা, প্রসূনকে নিয়ে পুলিশ এবার যা করছে
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Tangra Incident: ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া এই ঘটনায় ট্যাংরার ২ মহিলা ও এক নাবালিকার মৃত্যুর ঘটনায় রহস্য ও ধোঁয়াশা ছিল প্রথম থেকেই।
advertisement
1/6

পরতে পরতে রহস্য মোড়া ট‍্যাংরার তিন খুনের ঘটনার তদন্তে বড় পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ৷ বাড়ির দুই বউ এবং কিশোরী কন্যার মৃত্যু ঠিক কীভাবে ঘটিয়েছিল বাড়ির ছেলেই তা নিয়ে তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য৷
advertisement
2/6
একই পরিবারের তিন সদস‍্যের ঘটনায় বুধবারই পুনর্নির্মাণ করতে চলেছে পুলিশ৷ এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও পরে প্রসূন -প্রণয় এবং তাদের পরিবারের কিশোর বালকের বয়ানের অসঙ্গতি ধরে পৌঁছে যায় সিদ্ধান্তে যে এটি কোনওভাবেই আত্মহত্যা নয়, সকলকেই হত্যা করা হয়েছিল৷
advertisement
3/6
ঘটনায় মূল অভিযুক্ত ধৃত প্রসূন দেকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে৷ ১৭ ও ১৮ তারিখ দে পরিবারের বাড়ির ভিতরে কি হয়েছিল? কী ভাবে প্রসূণ খুন করলেন নিজের স্ত্রী, মেয়ে ও বৌদিকে- সবটা পুনর্নির্মাণ করতে চাইছে পুলিশ৷
advertisement
4/6
ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া এই ঘটনায় ট্যাংরার ২ মহিলা ও এক নাবালিকার মৃত্যুর ঘটনায় রহস্য ও ধোঁয়াশা ছিল প্রথম থেকেই। তবে তদন্তে নেমে কলকাতা পুলিশের ফরেন্সিক টিম অ্যাসফিক্সিয়ার কথা বলেছিলেন যার মানে শ্বাসরোধ করে খুন।
advertisement
5/6
পুলিশের নজরে দে বাড়ির তিনতলাও। পুলিশ সূত্রে খবর, তিনতলাটি রান্না ঘর ও ডাইনিংয়ের জন্য ব্যবহার করা হত। শিরা কাটতে ব্যবহৃত পেপার কাটিং নাইফ পাওয়া গিয়েছে তিন তলা থেকে। তিন তলার ডাইনিং স্পেস ও বাথরুমের দেওয়াল- মেঝেতে ছিল রক্তের দাগ।
advertisement
6/6
ফিনকি দিয়ে রক্ত ছিটকে যেমন ভাবে রক্তপাত হয় তেমন ব্লাড স্টেইন তিন তলার দেওয়াল ও মেঝেতে মিলেছে। পুলিশ মনে করছে শিরা কাটা তিন তলায় হতে পারে। হাতের শিরা কাটার পর সম্ভবত ছুটে দোতলার ঘরে এসেছেন সুদেষ্ণা ও রোমি বা তাদের এনে শুইয়ে দেওয়া হয়েছে, যার ফলে বিছানায় বইছিল রক্ত বন‍্যা।