Digha Summer Special Train|| গরমের ছুটির ভিড় সামালাতে কাল থেকেই ছুটবে দিঘা সামার স্পেশ্যাল, কখন-কোথা থেকে ছাড়বে? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Digha Summer Special Train: গরমে দিঘায় বেড়াতে যাওয়ার জন্য সামার স্পেশ্যাল ট্রেন চালু করল ভারতীয় রেল। শনি এবং রবি, সপ্তাহে দু-দিন এই স্পেশ্যাল ট্রেন ছুটবে সাঁতরাগাছি থেকে দিঘা এবং দিঘা থেকে সাঁতরাগাছি।
advertisement
1/6

*গরমে দিঘায় বেড়াতে যাওয়ার জন্য সামার স্পেশ্যাল ট্রেন চালু করল ভারতীয় রেল। শনি এবং রবি, সপ্তাহে দু-দিন এই স্পেশ্যাল ট্রেন ছুটবে সাঁতরাগাছি থেকে দিঘা এবং দিঘা থেকে সাঁতরাগাছি।
advertisement
2/6
*আগামিকাল ২৮ মে শনিবার সকাল ৯'টায় প্রথম গড়াবে সামার স্পেশ্যাল ট্রেনের চাকা। সকাল ৯.১০ মিনিটে ছাড়বে সাঁতরাগাছি থেকে। দিঘা থেকে ফের সেই ট্রেন সাঁতরাগাছির দিকে রওয়া দেবে দুপুর ১.১০ মিনিটে।
advertisement
3/6
*দিঘা সামার স্পেশ্যাল প্রতি রবিবার সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়বে সকাল ৮.১০ মিনিটে। দিঘা থেকে ফের সেই ট্রেন সাঁতরাগাছির দিকে রওয়া দেবে দুপুর ১.১০ মিনিটে।
advertisement
4/6
*দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে দু'দিন শনি এবং রবিবার এই ট্রেন চালানো হবে গরমের ছুটিতে যাত্রী চাপ সামাল দিতে।
advertisement
5/6
*ট্রেনের স্টপেজ দেওয়া হবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথিতে।
advertisement
6/6
*২৮ মে থেকে শুরু হয়ে এই পরিষেবা চালু থাকবে ১০ জুলাই পর্যন্ত।