IMD Rain Alert: সকাল না রাত? ঘন কালো মেঘে ঢাকল আকাশ... সারাদিন দুই বঙ্গে খেলা দেখাবে আবহাওয়া, কলকাতা ও জেলায় জেলায় এখনই নামবে!
- Published by:Rachana Majumder
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ প্রবল বর্ষণের আশঙ্কা। মালদহ ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা।
advertisement
1/6

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে। রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।
advertisement
2/6
দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায়। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকবে।
advertisement
3/6
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ প্রবল বর্ষণের আশঙ্কা। মালদহ ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। বুধবার থেকে মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/6
আজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলে ও গরমও অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। আজও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত।
advertisement
5/6
আগামী দুই-তিন ঘণ্টায় ঝড়বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের এক ও দক্ষিণবঙ্গের চার জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
advertisement
6/6
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।