Arpita Mukherjee Gold: ক্যাশ-কুইন অর্পিতার কাছে সোনারও পাহাড়, 'গয়নার বাক্স' খুলে আদালতে হিসেব দিল ইডি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মিলেছে অসংখ্য বাড়ি, জীবনবিমা ও সম্পত্তির খোঁজ। সব জায়গাতেই ধীরে ধীরে তল্লাশি চালাবে ইডি। (Arpita Mukherjee Gold)
advertisement
1/7

এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা, সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ইডি। মিলেছে অসংখ্য বাড়ি, জীবনবিমা ও সম্পত্তির খোঁজ। সব জায়গাতেই ধীরে ধীরে তল্লাশি চালাবে ইডি। (Arpita Mukherjee Gold)
advertisement
2/7
গত সপ্তাহে অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাট ও বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। বানতলায় অর্পিতার নামে বিঘার পর বিঘা জমির হদিশ পান ইডি অফিসারেরা।
advertisement
3/7
অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণের হিসেব আদালতের কাছে জমা দিয়েছেন ইডি অফিসারেরা। সেই সোনার পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে সকলের।
advertisement
4/7
ইডি সূত্রে খবর, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১৮টি সোনার কানের দুল, ৯টি নেকলেস, ৪টি হার, ৫টি আংটি।
advertisement
5/7
এছাড়াও পাওয়া গিয়েছে, সোনার ১১টি বালা, কঙ্গন প্রায় ২ কেজি সোনা দিয়ে তৈরি, ১টি সোনার পেন ও ৭টি গলার চেন।
advertisement
6/7
আপাতত ৫ অগাস্ট পর্যন্ত অর্পিতা ও পার্থ দু'জনেই ইডি হেফাজতে রয়েছেন। তদন্তের খাতিরে তাঁদের দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
advertisement
7/7
এত টাকা, সোনা, বিদেশি মুদ্রার উৎস কী, তা জানতে চান তদন্তকারীরা। যদিও এখনও সদুত্তর দেননি অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতার হওয়ার পর থেকেই বার বার নিজেকে নির্দোষ দাবি করছেন অর্পিতা মুখোপাধ্যায়।