TRENDING:

ফের সুপ্রিম কোর্টে বড় জয় SSC-র, ওএমআর শিট নিয়ে বিরাট সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে!

Last Updated:
এসএসসি-র নতুন পরীক্ষার সিদ্ধান্তে অনড় সুপ্রিম কোর্ট। এবার OMR শিট প্রকাশ চেয়ে করা মামলাও খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে।
advertisement
1/8
ফের সুপ্রিম কোর্টে বড় জয় SSC-র, ওএমআর শিট নিয়ে বিরাট সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে!
এসএসসি-র নতুন পরীক্ষার সিদ্ধান্তে অনড় সুপ্রিম কোর্ট। এবার OMR শিট প্রকাশ চেয়ে করা মামলাও খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। শুক্রবার মামলা খারিজ বিচারপতি সঞ্জয় কুমারের যৌথ বেঞ্চের।
advertisement
2/8
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নতুন করে দরজা খোলার প্রয়োজনীয়তা নেই। সিবিআইয়ের হাতে থাকা OMR প্রকাশের আবেদনে মামলা করে চাকরিহারাদের যাঁরা চিহ্নিত দাগি নয় তাঁদের একাংশ। OMR প্রকাশের বিষয়টি হাইকোর্টকে বিবেচনার ভার দিক শীর্ষ আদালত, আবেদন জানান মামলাকারী আইনজীবী।
advertisement
3/8
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। বুধবারই সেই পরীক্ষার দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
4/8
একদিন নবম-দশম ও আর একদিন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র নিয়োগের পরীক্ষা হবে। ৭ তারিখে নবম-দশম ও ১৪ তারিখে একাদশ-দ্বাদশের পরীক্ষা হবে।
advertisement
5/8
বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওই দু দিনই দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। ১ ঘণ্টা ৩০ মিনিট ধরে পরীক্ষা চলবে। দৃষ্টিশক্তিহীন প্রার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার বাকি নিয়ম পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
advertisement
6/8
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রাজ্যে ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।
advertisement
7/8
সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। সেটাই এবার বেড়ে হয় ২১ জুলাই। এবার পরীক্ষার দিন ঘোষণা হল।
advertisement
8/8
লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
ফের সুপ্রিম কোর্টে বড় জয় SSC-র, ওএমআর শিট নিয়ে বিরাট সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল