SSC Recruitment 2025: 'দুর্নীতির অভিযোগে চাকরিহারারা কেন ১০ নম্বর বাড়তি পাবেন?', এসএসসিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে এবার পথে নতুন পরীক্ষার্থীরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
SSC Recruitment 2025: এসএসসিতে শূন্যপদ বাড়ানোর দাবিতে এবার পথে নামলেন নতুন চাকরিপ্রার্থীরা। বুধবার বৃষ্টি মাথায় নিয়েই বিকাশ ভবন অভিযানে নামলেন নতুন পরীক্ষার্থীদের একাংশ।
advertisement
1/8

এসএসসিতে শূন্যপদ বাড়ানোর দাবিতে এবার পথে নামলেন নতুন চাকরিপ্রার্থীরা। বুধবার বৃষ্টি মাথায় নিয়েই বিকাশ ভবন অভিযানে নামলেন নতুন পরীক্ষার্থীদের একাংশ।
advertisement
2/8
কিন্তু গোড়াতেই পুলিশের কাছে বাধা পান তাঁরা। দলবেঁধে নয়, কয়েক জনকে প্রতিনিধিই বিকাশভবন যেতে দেওয়া যেতে পারে বলে জানায় পুলিশ। সেই নিয়ে তর্কে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
advertisement
3/8
শেষে অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। মূলত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বাড়তি ১০ নম্বর দেওয়া নিয়েই প্রতিবাদে নেমেছেন নতুন চাকরিপ্রার্থীরা।
advertisement
4/8
বুধবার করুণাময়ীতে জমায়েত করেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। ২০২৫ সালে SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় বসেন প্রথম বার। একাধিক দাবিদাওয়া নিয়ে এদিন বিকাশভবন অভিযানের ডাক দেন তাঁরা।
advertisement
5/8
কিন্তু করুণাময়ীতে তাঁদের আটকে দেয় পুলিশ। একসঙ্গে এতজন যাওয়া যাবে না, কয়েক জন প্রতিনিধি যেতে পারেন বলে জানানো হয়। এতে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। প্রয়োজনে রাতভর রাস্তায় থাকবেন বলে জানান।
advertisement
6/8
২০১৬ সালের প্যানেল বাতিলের পর, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের যে ১০ নম্বর বাড়তি দেওয়া হচ্ছে, তাও বাতিল করতে হবে বলে দাবি জানিয়েছেন নতুন পরীক্ষার্থীরা।
advertisement
7/8
তাঁদের বক্তব্য, "১০ নম্বর পুরোপুরি বাতিল করতে হবে। যাঁরা একাদশ-দ্বাদশের শিক্ষক যাঁরা, তাঁদের সঙ্গে নবম-দশমের শিক্ষক-শিক্ষিকারাও সেই অভিজ্ঞতার ১০ নম্বর পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা নতুনরা ওই ১০ নম্বরের সঙ্গে প্রতিযোগিতা করব? বিশেষ করে, একাদশ-দ্বাদশ শ্রেণিতে নতুনদের একজনও চাকরি পাবেন না। যাঁরা ইন সার্ভিস আছেন নবম-দশমে, শিক্ষকতার অভিযোগ আছে তাঁদের। কিন্তু একাদশ-দ্বাদশে তো নেই! তার পরও কেন তাঁরা একাদশ-দ্বাদশে অভিজ্ঞতার ১০ নম্বর বাড়তি পাবেন? নতুনদের দাবি তাই ন্যায্য। কেন ১০ নম্বর দেওয়া হবে?"
advertisement
8/8
গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল বেরবো বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।