SSC Case: 'আমাদের কিছু করার নেই', SSC কাণ্ডে মন্তব্য সুপ্রিম কোর্টের! খারিজ হয়ে গেল মামলা! আদালতে বড় মন্তব্য় কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
SSC Case: এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ৭ তারিখের পরীক্ষা স্মুথলি হয়েছে।
advertisement
1/5

কলকাতা: সর্বোচ্চ আদালতে খারিজ এসএসসি চাকরিপ্রার্থী বিকাশ পাত্রর আবেদন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, ''আপনি অযোগ্য। আমাদের কিছু করার নেই।''
advertisement
2/5
টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা নিয়েও জানতে চান বিচারপতিরা। এসএসসির আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ৭ তারিখের পরীক্ষা স্মুথলি হয়েছে।
advertisement
3/5
তারপরই বিচারপতিরা প্রশ্ন করেন, ''আপনাদের দেওয়া তালিকায় স্বচ্ছতা নেই কেন? এত কনফিউশন কেন হচ্ছে?'' প্রসঙ্গত, এসএসসি-র পরপর মামলায় বিরক্ত সুপ্রিম কোর্টও। দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে, সুপ্রিম কোর্টকে তাও জানিয়েছে SSC। এসএসসি-র আইনজীবী জানান, দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছিল।
advertisement
4/5
এসএসসির উদ্দেশ্যে এর আগে এক মামলায় বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য ছিল, সব 'দাগি অযোগ্য'দের বাদ দেওয়া হয়েছে তো? এসএসসির আইনজীবী জানান, বাদ দেওয়া হয়েছে।
advertisement
5/5
এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ নিয়ে করা মামলা খারিজও করে দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি-র নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ না। এবার আরও এক মামলায় খারিজ হয়ে গেল চাকরিপ্রার্থীর আবেদন।