TRENDING:

SSC Case: এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি, নির্দেশ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের! গুরুত্বপূর্ণ পর্যবেক্ষেণ আদালতের

Last Updated:
SSC Case: সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ''যখন কোনও নিয়োগ খারিজ হয়, তখন ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাঁরা ভাল পড়ুয়া, তাঁরা আবার নিযুক্ত হতে পারেন নিয়োগ প্রক্রিয়ায়।''
advertisement
1/6
এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি, নির্দেশ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের!
কলকাতা: এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে হস্তক্ষেপ করে এসএসসি নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিতে অস্বীকার করল সর্বোচ্চ আদালত।
advertisement
2/6
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ''যখন কোনও নিয়োগ খারিজ হয়, তখন ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাঁরা ভাল পড়ুয়া, তাঁরা আবার নিযুক্ত হতে পারেন নিয়োগ প্রক্রিয়ায়।''
advertisement
3/6
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল আগেই হয়ে গিয়েছিল। সে সময়ই নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়েছে। বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। তবে, এই চাকরি বাতিলের রায়ের পুর্নবিবেচনা এবং নতুন নিয়োগপ্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে ফের মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।
advertisement
4/6
সোমবার সেই মামলারই শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না তারা। এদিন, প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “যখন কোনও নিয়োগ খারিজ হয়, তখন ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাঁরা ভাল পড়ুয়া তাঁরা আবার নিযুক্ত হয়ে যাবেন।”
advertisement
5/6
২৬ হাজার চাকরি বাতিলের রায় পুনরায় বিবেচনা এবং নতুন নিয়োগপ্রক্রিয়া স্থগিত করার আবেদন জানান তাঁরা। তাঁদের বক্তব্য ছিল, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনেককে বঞ্চিত করা হয়েছে। অনেক যোগ্য সুযোগই পাননি। এ নিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।
advertisement
6/6
কিন্তু আর্জি গ্রহণ করতেই চায়নি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য়, ‘‘এটা ঠিক যে, কোনও প্রক্রিয়া খারিজ হলে ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন। কিন্তু যাঁরা ভাল তাঁরা আবার নিযুক্ত হয়ে যেতে পারবেন।’’
বাংলা খবর/ছবি/কলকাতা/
SSC Case: এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি, নির্দেশ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের! গুরুত্বপূর্ণ পর্যবেক্ষেণ আদালতের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল