SSC Case: এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে? সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কমিশন! 'লিস্ট কেন দিচ্ছেন না?' জরুরি প্রশ্ন তুলল শীর্ষ আদালত
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSC Case: শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা আগেই ছিল। এদিন সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি জানিয়ে দিল কমিশন।
advertisement
1/7

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দাগি প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সুপ্রিম কোর্টে এমনই জানাল স্কুল সার্ভিস কমিশন। মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর।
advertisement
2/7
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এদিন জানতে চান, টেন্টেডদের লিস্ট কেন পাবলিক ডোমেনে দিচ্ছেন না? কমিশনের তরফে জানানো হয়, ''দিয়ে দেওয়া হবে। পরীক্ষার মধ্যে চাপ ছিল বলে দেরি হয়েছে।''
advertisement
3/7
এরপর সুপ্রিম কোর্ট বলে, পরীক্ষা হয়ে গেলে দিয়ে দেবেন। পাল্টা কমিশনের তরফে জানানো হয়, ''আমরা এবার ওএমআর কপি পরীক্ষার্থীদের দিয়েছি। মডেল উত্তরপত্র পাবলিশ করেছি। নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট বার করার বিষয়ে আশাবাদী। এমনভাবে সব নিষ্পত্তি হবে, আদালত খুব খুশি হবে।''
advertisement
4/7
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট এর আগেই মন্তব্য করেছে, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সব বিষয় বিবেচনা করা হয়েছে। 'দাগি অযোগ্য'দের বাদ দেওয়া হয়েছে। এরপর নির্বিঘ্নে মেটে এসএসসি পরীক্ষা।
advertisement
5/7
শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা আগেই ছিল। এদিন সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি জানিয়ে দিল কমিশন। এই ব্যাপারে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’’
advertisement
6/7
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর নির্বিঘ্নে শেষ হয়েছে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার মডেল উত্তরপত্রও আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এদিকে নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রের আবেদন জমার পর সঠিক উত্তর চলতি মাসের তৃতীয় সপ্তাহে আপলোড হওয়ার কথা জানা গিয়েছে এসএসসি-র এক সূত্র মারফত।
advertisement
7/7
গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর, দু’দিনে মোট ৫,৬৫,০০০ জন পরীক্ষায় বসেছিলেন। এরমধ্যে ৩১ হাজার ভিনরাজ্যের চাকরিপ্রার্থী ছিলেন। উল্লেখ, চলতি বছরের ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। সেই মতো এসএসসি নতুন নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করে। সেই পরীক্ষা হয়ে গিয়েছে। এখন শুধু ফল প্রকাশের অপেক্ষা।