SSC Case: SSC-তে OMR শিট ও বেতন ফেরতের মামলায় শুনানি শেষ! হাইকোর্টে 'বড়' সওয়াল কল্যাণের, প্রশ্ন 'এক্তিয়ার' নিয়েও
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSC Case: আপাতত রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ। এসএসসি-তে ২৬০০০ চাকরি বাতিল মামলার রায় এখন সুপ্রিম কোর্টের রায়। পুনর্বিবেচনার আবেদনের বিচার হবে শীর্ষ আদালতে।
advertisement
1/8

SSC-তে ২৬ হাজার চাকরি বাতিলে ২২ লাখ OMR প্রকাশ ও বেতন ফেরত মামলার বিচার হবে হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে? মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত।
advertisement
2/8
আপাতত রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি-তে ২৬০০০ চাকরি বাতিল মামলার রায় এখন সুপ্রিম কোর্টের রায়। পুনর্বিবেচনার আবেদনের বিচার হবে শীর্ষ আদালতে।
advertisement
3/8
তাই এই অবস্থায় হাইকোর্ট আদালত অবমাননার মামলার শুনানি করতে পারে না। রাজ্যের শিক্ষা দফতরের হয়ে সওয়াল সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়ের।
advertisement
4/8
SSC-তে ২২ লাখ OMR প্রকাশের মামলা তথা পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরত চেয়ে করা মামলায় হাইকোর্টের মামলা শোনার এক্তিয়ার নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল রাজ্য। ১ মে ফের মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।
advertisement
5/8
এদিকে, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সাময়িক স্বস্তি পেয়েছে SSC এবং পর্ষদ। এখনই ২২ লাখ OMR প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে। বেতন ফেরত নিয়েও ইস্যু ঝুলে রয়েছে হাইকোর্টে৷ আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে। হাইকোর্ট না সুপ্রিম কোর্টে? এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই সিদ্ধান্ত এখনও ঝুলে রইল।
advertisement
6/8
হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনও পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এসএলপি অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। এসএলপি অ্যাডমিট হয়েছে। হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়। তাই মধ্যশিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনও অবস্থান জানাতে পারছে না। সওয়াল করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত।
advertisement
7/8
OMR প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে, হাইকোর্ট নয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনও অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে। আগেই এ বিষয় বলেছিলেন এসএসসি আইনজীবী সপ্তাংশু বোস৷
advertisement
8/8
অন্যদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেছিলেন, কোন আইনি যুক্তিবলে হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে? তিনি জানান, আদালত নির্দেশ অমান্যের প্রশ্নে সংবিধানের ২১৫ ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া আছে হাইকোর্টকে। এসএসসি আদালত অবমাননার মামলায় হাইকোর্ট কীভাবে হস্তক্ষেপ করতে পারে মূল মামলাকারীদের তা জানাতে নির্দেশ দেওয়া হয়৷ তারপরেও দুটি শুনানির পর রায়দান স্থগিত রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।