Sovan Chatterjee| Baisakhi Banerjee|| 'নিভৃতে থাকুক প্রেম, বারোয়ারি হতে চাইনি', দোলের দিনে কেন এমন বললেন আবীরে রাঙা বৈশাখী? তোলপাড়
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sovan-Baisakhi Holi 2023 celebration: দোল খেললেন শোভন বৈশাখী। কেমন করে কাটালেন তাঁরা দোলের দিন। তারই ছবি রইল কয়েকটি।
advertisement
1/14

*রঙের উৎসবে মাতলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দোলের দিল সপরিবারে দোল খেলতে দেখা গিয়েছে তাঁদের।
advertisement
2/14
*বাতাসে বইছে প্রেম, নয়নে নেশা, যার অর্থ বসন্ত জাগ্রত দ্বারে। আর বসন্ত মানেই দোল উৎসব। দোলরে দিনে শুধু মনের রঙে নয়, আবির রঙে পরস্পরকে রাঙিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় এবং শোভন চট্টোপাধ্য়ায়।
advertisement
3/14
*দক্ষিণ কলকাতায় শোভন বৈশাখীর বিলাসবহুল ফ্ল্যাট এ দিন সব অর্থেই রঙিন হয়ে ওঠে।
advertisement
4/14
*শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ দিন রঙের উৎসবে শামিল হয়েছিল ছোট্ট মহুল। সেও এ দিন সকলের সঙ্গে রঙ খেলায় মেতে উঠেছিল।
advertisement
5/14
*মা এবং দুষ্টুর পায়ে আবীর দিয়ে প্রাণাম সেরে নিচ্ছে ছোট্ট মহুল। এ দিন মহুল সেজেছিল হলুদ শাড়িতে।
advertisement
6/14
*দোলের দিন মিষ্টিমুখ না হলে চলে না, তাই সকলের জন্য মিষ্টি হাতে বাড়ির কর্ত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রঙ খেলা শেষে সকলকে নিজে হাতে মিষ্টি খাইয়ে দিয়েছেন তিনি।
advertisement
7/14
*এ দিন একে অপরকে ঠান্ডাই খাইয়ে দেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
8/14
*শোভন চট্টোপাধ্যায়কে রাঙিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
advertisement
9/14
*তাঁদের নিয়ে চর্চা, আলোচনার শেষ নেই। তির্যক চাহনিও কম নয়। কিন্তু তারপরেও তাঁরা এই বিশেষ দিন কেমনভাবে কাটালেন, তা দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা।
advertisement
10/14
*ফলে দোলের দিন কেমনভাবে কাটালেন জুটি তা দেখার অপেক্ষায় ছিল নেটদুনিয়া। তবে হতাশ করেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের দোলের দিনের নানা মুহূর্তের ছবি।
advertisement
11/14
*পরিবারের পাশাপাশি এ দিন একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও দোলের আনন্দ ভাগ করে নিয়েছেন দু'জনে। সেখানেই একটি সংবাদ মাধ্যমে একটি তির্যক মন্তব্যও করেন।
advertisement
12/14
*সম্প্রতি একটি সাক্ষাৎকারে, জনপ্রিয় এক দম্পতির চুমু খাওয়া নিয়ে প্রকাশিত একটি সংবাদ নিয়ে মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার সেই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
13/14
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে মন্তব্য সেই ধরণের কাজের পরিপ্রেক্ষিতে বলেন, "আমরা আসলে ব্যক্তিগত সুন্দর মুহূর্তগুলোকে পাবলিক করার সময়ে ভুলে যাই, কোন গন্ডি পেরিয়ে গেলাম, তাতে সেই রসায়ন আর থাকে না। আমরা সেই রসায়ণ কারো সামনে তুলে ধরিনি। সম্পর্কের গোপনীয়তা উন্মোচন করিনি কখনও। যদি সব পাবলিক করে দিতাম, তাহলে মনে হত আমরা খুব বারোয়ারি হয়ে গেলাম। এই বারোয়ারি জিনিসটা আমার বা শোভনের পছন্দ নয়। আমরা সবসময় চাই আমাদের প্রেম থাকুক নিভৃতে মনের মধ্যে, প্রেম থাকুক কাজে-কর্মে এবং জীবন বোধে।"
advertisement
14/14
*বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন শোভন চট্টোপাধ্যায়। জানিয়েছেন, একমাত্র বৈশাখীই পারে এমন সুন্দরভাবে সব কিছু ন্তুলে ধরতে, তাতেই তিনি অনন্য। সকলের থেকে এখানেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় একেবারে আলাদা।