Sana Ganguly Road Accident: সৌরভের মেয়ের গাড়িতে ধাক্কা বেপরোয়া বাসের! ভয়ঙ্কর ঘটনার সাক্ষী সানা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Sana Ganguly Road Accident: ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে।
advertisement
1/5

সূত্রের খবর, চালকের আসনের পাশে বসে ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সেই সময়, ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে।
advertisement
2/5
জানা গিয়েছে চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে সানার গাড়ি উল্টে যাচ্ছিল, কিন্তু চালকের তৎপরতায় বেঁচে চায় সানার গাড়ি।প্রতীকী ছবি।
advertisement
3/5
গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রে খবর। প্রতীকী ছবি।
advertisement
4/5
থানায় অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগ পেয়ে তৎপর হয় কলকাতা পুলিশ, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাসচালককে।
advertisement
5/5
ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে।