SIR News: 'সামান্য সংশয় থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে!' সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কমিশন
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SIR News: কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল লক্ষ্য, যারা নাগরিক নয় তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা।
advertisement
1/5

নয়াদিল্লি: এসআইআর-এর মূল উদ্দেশ্য অ-নাগরিকদের ভোটার তালিকা থেকে বের করে দেওয়া। নাগরিকত্ব খারিজ করা বা ডিপোর্টেশন নয়— সুপ্রিম কোর্টে এমনই জানাল জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
2/5
কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ERO যদি কোনও ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন, এ বিষয়টি চূড়ান্ত হবে না। কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
advertisement
3/5
SIR সংক্রান্ত শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, কেন্দ্রীয় সরকার কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে না?
advertisement
4/5
জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল লক্ষ্য, যারা নাগরিক নয় তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা। সেই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার কমিশনের নেই।
advertisement
5/5
কমিশন আরও জানায় নাগরিকত্ব নিয়ে সামান‍্যতম সংশয় থাকলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এই শুনানি প্রক্রিয়া আগামী ১৫ই জানুয়ারি ফের শুরু হবে প্রধান বিচারপতির কোর্টে।