SIR in West Bengal: রাত পোহালেই SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন লিস্টে আপনার নাম উঠল কিনা? জরুরি খবর জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
SIR in West Bengal: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫-এ পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আপনার নাম সেই তালিকায় রয়েছে তো? দুশ্চিন্তা না করে, কীভাবে দেখবেন সেই লিস্ট জানুন।
advertisement
1/10

রাত পোহালেই, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫-এ পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আপনার নাম সেই তালিকায় রয়েছে তো? দুশ্চিন্তা না করে, কীভাবে দেখবেন সেই লিস্ট জানুন।
advertisement
2/10
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর নিয়ে টানটান উত্তেজনা চলছে।
advertisement
3/10
বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করে তা কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড করেছেন বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও।
advertisement
4/10
কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা জানা যাবে দু'টি পথে-- অনলাইন ও অফলাইনে।
advertisement
5/10
অনলাইনে কী ভাবে দেখবেন? ভোটাররা যেতে পারেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ। সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এ, অথবা ECI Net অ্যাপে।
advertisement
6/10
সেখানে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। এ ছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের ওয়েবসাইটেও খোঁজ নেওয়া যাবে।
advertisement
7/10
অফলাইনে জানার উপায় কী?
advertisement
8/10
রাজ্যের সব বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। নিজের বুথের বিএলও-র কাছে গিয়ে ভোটারেরা যাচাই করতে পারবেন তালিকায় নাম রয়েছে কি না।
advertisement
9/10
কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলও-দের যতটা সম্ভব বুথে উপস্থিত থাকতে বলা হবে।
advertisement
10/10
এ ছাড়া রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফ্ট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) হাতেও দেওয়া হবে হার্ড কপি। তাঁদের কাছ থেকেও ভোটারেরা তথ্য জানতে পারবেন।