Singer KK Died: হলে লোক বেশি থাকায় দমবন্ধ পরিবেশ ছিল! নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কেকে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Singer KK Died: হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন কেকে।
advertisement
1/6

সুরের শহর, প্রাণের শহর, গানের শহর কলকাতা। আর এই শহরে এসেই কি না আর বাড়ি ফিরবেন না জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে!
advertisement
2/6
নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্কসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
3/6
বাচিক শিল্পীদের দাবি, এদিন হলে ক্যাপাসিটির থেকেও বেশি লোক ঢুকে পড়েছিল। দমবন্ধ পরিবেশ তৈরী হয়েছিল।
advertisement
4/6
নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থতা বোধ করেন বলে খবর। নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন কে কে। ফিরে যান হোটেলে।
advertisement
5/6
এদিন সন্ধ্যা ৬ টায় ছাত্রদের প্রবেশের সময় হুরোহুরি হয় বলে খবর। তবে তখনও কেকে সেখানে আসেনি।
advertisement
6/6
পুলিশ সূত্রে খবর, হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন কেকে। স্টেজে থাকাকালীন অস্বস্তি বোধ করছিলেন বলে অনেকে জানিয়েছেন। তাই বারবার স্পটলাইট বন্ধ করতেও বলছিলেন তিনি।