বিয়ের পিঁড়িতে সিপিআইএমের যুবনেতা শতরূপ! পাত্রী কে? রইল ছবি
- Published by:Aryama Das
Last Updated:
Shatarup Ghosh : সিপিএম যুবনেতা শতরূপ ঘোষের বিয়ে। প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কমরেড। মেরুন পাঞ্জাবি এবং বেনারসিতে বেশ মানিয়েছিল দুটিতে জুটিতে।
advertisement
1/7

সিপিএম যুবনেতা শতরূপ ঘোষের বিয়ে। প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কমরেড। মেরুন পাঞ্জাবি এবং বেনারসিতে বেশ মানিয়েছিল দুটিতে জুটিতে। (ছবি: ফেসবুক)
advertisement
2/7
পাত্রী পহেলি সাহা। টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে শতরূপ পহেলির প্রেম কিন্তু রাজনীতির ময়দানেই। একসঙ্গে রাজনীতির মিছিলে চলা থেকে জীবনের পথ চলা... নতুন জীবনের শুভেচ্ছাবার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যম জুড়ে। (ছবি: ফেসবুক)
advertisement
3/7
কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল সইসাবুদ করেই বিয়ে। সিপিএম রাজনৈতিক নেতা থেকে টলিপাড়ার একাধিক মানুষ উপস্থিত ছিলেন বিয়েতে। (ছবি: ফেসবুক)
advertisement
4/7
'ঝড়ের আগে কান্তি আসে'... তবে এখানেও দেরি নয়। স্নেহের শতরূপের বিয়েতেও উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলী। (ছবি: ফেসবুক)
advertisement
5/7
জড়িয়ে ধরে আশীর্বাদও করলেন নবদম্পতিকে। (ছবি: ফেসবুক)
advertisement
6/7
শতরূপ-পহেলি দুজনেরই বন্ধু ঊষসী। বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের ছবি শেয়ার করলেন নেটমাধ্যমে। (ছবি: ফেসবুক)
advertisement
7/7
'জুন আন্টি' বিয়েবাড়িতে গুলাব গ্যাং-এর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। সেই ছবি সঙ্গে সঙ্গে শেয়ারও করলেন নেটমাধ্যমে। (ছবি: ফেসবুক)