শতরূপ-পহেলির বিয়ের দশ দিন! টলিউড থেকে রাজনীতি, বিয়ের ভিডিওতে চাঁদের হাট... কে কে রয়েছে নিমন্ত্রিতদের তালিকায়?
- Published by:Aryama Das
Last Updated:
Shatarup Ghosh Wedding : শতরূপ-পহেলির বিয়ের দশ দিন! টলিউড থেকে রাজনীতি, বিয়ের ভিডিওতে চাঁদের হাট... কে কে রয়েছে নিমন্ত্রিতদের তালিকায়, দেখে নিন
advertisement
1/17

সিপিএম যুবনেতা শতরূপ ঘোষের বিয়ে। প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কমরেড। গত ৪ ডিসেম্বর চার হাত এক হল ১১বছরের প্রেমিক-প্রেমিকার। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
2/17
মেরুন পাঞ্জাবি এবং বেনারসিতে বেশ মানিয়েছিল দুটিতে জুটিতে। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
3/17
পাত্রী পহেলি সাহা। টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে শতরূপ পহেলির প্রেম কিন্তু রাজনীতির ময়দানেই। একসঙ্গে রাজনীতির মিছিলে চলা থেকে জীবনের পথ চলা... নতুন জীবনের শুভেচ্ছাবার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যম জুড়ে। টলিউড থেকে রাজনীতি, বিয়েবাড়িতে যেন চাঁদের হাত। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
4/17
'ঝড়ের আগে কান্তি আসে'... তবে এখানেও দেরি নয়। স্নেহের শতরূপের বিয়েতেও উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলী। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
5/17
উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
6/17
উপস্থিত ছিলেন টলিউডের পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
7/17
উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বাগতা মুখার্জি, অভিনেতা-পরিচালক-কমেডিয়ান সৌরভ পালোধি। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
8/17
উপস্থিত ছিলেন পরিচালক অনীক দত্ত। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
9/17
উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনামণি সং। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
10/17
উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রতীক সেন। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
11/17
শতরূপ-পহেলি দুজনেরই বন্ধু ঊষসী। বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন নেটমাধ্যমে। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
12/17
উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
13/17
উপস্থিত ছিলেন চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
14/17
উপস্থিত ছিলেন বাদশা মৈত্র৷ (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
15/17
শতরূপ-পহেলির বিয়েতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছিলেন বিমান বসু৷ (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
16/17
উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায়, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী-সহ আরও অনেকে। (ছবি : শতরূপের ইউটিউব)
advertisement
17/17
শতরূপের স্ত্রী পহেলি সাহা টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ফলে তাঁদের দু'জনের শুভাকাঙ্খী প্রচুর। বিয়েতে শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন বহু মানুষ। যাতে নিঃসন্দেহে অপ্লুত নবদম্পতি। (ছবি : শতরূপের ইউটিউব)