Sealdah Station: দুই মহিলাকে কাশ্মীর পাঠিয়ে...শিয়ালদহ স্টেশনে এ কে ধরা পড়ল! ভারতীয় না, বাংলাদেশিও না! তাহলে? চমকে উঠবেন জেনে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Sealdah Station: ২০ হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেন এই অনুপ্রবেশকারী।
advertisement
1/6

রোহিঙ্গা সন্দেহে আটক মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান। শিয়ালদহ স্টেশন থেকে আটক করা হয় তাকে। আটক করে জিআরপি। কোনও পরিচয় পত্র এবং পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ।
advertisement
2/6
২০ হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেন এই অনুপ্রবেশকারী। পাসপোর্ট, আধার কার্ড কোনও কিছুই নেই মায়ানমারের বাসিন্দা। কী করতে তাহলে ভারতে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement
3/6
উদ্দেশ্য ছিল দিল্লি যাওয়ার। সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার গেদে থেকে বর্ডার পার করে এই অনুপ্রবেশকারী শিয়ালদহ লোকাল ধরে দুপুর ১২.৪০ মিনিট নাগাদ শিয়ালদহ নামেন। বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করার ঘটনা নিজের মুখে স্বীকার করেছেন এই আব্দুল রহমান।
advertisement
4/6
তদন্ত সূত্রে জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময় বর্ডার পারাপার করাতেন এই আব্দুল রহমান। এর আগেও বেশ কিছু জনকে বর্ডার পারাপার করিয়েছেন তিনি।
advertisement
5/6
দুজন মহিলাকে বাংলাদেশ থেকে বর্ডার পারাপার করিয়ে কাশ্মীরে পাঠানোর ছক কষেছিলেন। এর আগেও বাংলাদেশিদের বর্ডার পার করিয়ে দিল্লি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন এই আব্দুর রহমান।
advertisement
6/6
ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপি। পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাকে।