জড়িয়ে যাচ্ছে কথা..., মারাত্মক আচ্ছন্ন ভাব! শারীরিক অবস্থার অবনতি সৌগত রায়ের
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ফের শারীরিক অবস্থার অবনতি বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। গত মঙ্গলবার বেলভিউ ক্লিনিকের তরফ থেকে চিকিৎসকরা জানিয়েছেন, অনিদ্রার সমস্যা প্রভাব ফেলছে সাংসদের শরীরে। এরপর আজ ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের।
advertisement
1/7

ফের শারীরিক অবস্থার অবনতি বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। গত মঙ্গলবার বেলভিউ ক্লিনিকের তরফ থেকে চিকিৎসকরা জানিয়েছেন, অনিদ্রার সমস্যা প্রভাব ফেলছে সাংসদের শরীরে। এরপর আজ ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের।
advertisement
2/7
সর্বশেষ আপডেট দিয়ে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কথা জড়িয়ে যাচ্ছে প্রবীণ সাংসদের।মারাত্মক আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। সেইসঙ্গে রয়েছে পিঠে যন্ত্রণা।
advertisement
3/7
অনিদ্রা জনিত স্নায়ুর যন্ত্রণা এবং মারাত্মক ডিপ্রেশনে ভুগছেন সৌগত রায়। এই মুহূর্তে নার্ভের ওষুধ এবং পেইনকিলার বন্ধ করে দেওয়া হয়েছে। না হলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে আশঙ্কা করেই এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
advertisement
4/7
বর্তমানে খুবই আচ্ছন্ন ভাব থেকেও মোটের উপর জেগেই থাকছেন বর্ষীয়ান রাজীনীতিবিদ। রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে তাঁকে। ইউরিনারি ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে। File Photo
advertisement
5/7
ফুসফুসের রোগ বা সিওপিডি ধরা পড়েছে তাঁর। সেই সঙ্গে রয়েছে মধুমেহ রোগ। টাইপ টু ডায়াবেটিসে বেশ কিছুদিন যাবৎ ভুগছেন প্রবীণ সাংসদ। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের রোগী তিনি। File Photo
advertisement
6/7
উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন দিঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। File Photo
advertisement
7/7
ওইদিন রাতে বছর তিরাশির সৌগতবাবুর হার্টের অপারেশন হয়, বসানো হয় পেসমেকার। তারপর অবশ্য ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ ফের তৃণমূল সাংসদের শারীরিক অবস্থার অবনতি ভাবাচ্ছে দলকে। File Photo