IMD Weather Update: ঘূর্ণাবর্ত...চরম দুর্যোগ টানা ৩দিন! সরস্বতী পুজোয় কোন জেলায় বৃষ্টি, কোথায় রোদ? কেমন থাকবে কলকাতার ওয়েদার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া।
advertisement
1/10

সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে৷ কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণী, বছরের অন্যতম উৎসবের আকাশে এবছর জমতে চলেছে দুর্যোগের কালো মেঘ৷ কারণ, সরস্বতী পুজোর দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এক নয়, একেবারের আট আটটি জেলায়৷ তবে কোথাও বৃষ্টির বহর হবে কম৷ কোথাও বেশি৷ তাছাড়া, কেমন থাকবে সরস্বতী পুজোর আগের ও পরের দিনের ওয়েদার, আসুন জেনে নিই৷
advertisement
2/10
উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ তার উপর, মধ্য ভারত থেকে পূর্ব ভারতের উপর দিয়ে তৈরি হয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এই দু’য়ের প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে চলেছে বাংলায়। তেমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
3/10
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধ ও বৃহস্পতিবার এই বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
4/10
সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া।
advertisement
5/10
আগামী দুদিন সকালে হালকা কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে আবার মেঘলা আকাশের সম্ভাবনা। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কবে কোন জেলায় কেমন বৃষ্টি?
advertisement
6/10
১৩ ফেব্রুয়ারি: মঙ্গলবার। হাল্কা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার জেলায়।
advertisement
7/10
১৪ ফেব্রুয়ারি: বুধবার। হাল্কা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। মেঘলা আকাশ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা চার (পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে) জেলায়।
advertisement
8/10
১৫ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
9/10
আজ, সোমবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাব। বাড়বে দখিনা বাতাস ও পূবের বাতাসের দাপট। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান।
advertisement
10/10
কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে-র দিন মেঘলা আকাশ। পরের দিন বৃহস্পতিবার হালকা বৃষ্টির আশঙ্কা। এদিকে এক রাতে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ল ৷ আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ আসবে উষ্ণতা।