Sanjay Roy RG Kar Case: এমনও সম্ভব! আজীবন কারাবাসের সাজা পেয়ে জেলে ঢুকেই যা বলল সঞ্জয়, চোখ কপালে উঠল সকলের
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Sanjay Roy RG Kar Case: সোমবার সাজা ঘোষণা হয়েছে। মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু সশ্রম কারাদণ্ড। ততক্ষণে নিজের আইনজীবীর কাছে কাঠগড়াতেই সঞ্জয় জেনে বুঝে নিয়েছেন তাকে কী সাজা দিয়েছে আদালত।
advertisement
1/7

শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস নির্দেশনামায় লিখেছেন, আরজি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে বিবেচনা করছেন না তিনি।
advertisement
2/7
তাই জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয়েছে।
advertisement
3/7
সোমবার সাজা ঘোষণা হয়েছে। মৃত‍্যুদণ্ড নয়, আমৃত‍্যু সশ্রম কারাদণ্ড। ততক্ষণে নিজের আইনজীবীর কাছে কাঠগড়াতেই সঞ্জয় জেনে বুঝে নিয়েছেন তাকে কী সাজা দিয়েছে আদালত।
advertisement
4/7
এরপর পুলিশি ঘেরাটোপে আদালত কক্ষ থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। কিছু সময় পর তার আইনজীবী দেখা করতে যান।সেখানে সঞ্জয় বলে ওঠেন, 'কিছুই করিনি। বদনাম হয়ে গেল। আমাকে বদনাম করে দিল…'
advertisement
5/7
শুধু তাই নয়, রাতে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় সঞ্জয় রাইকে। সেখানে গিয়েও একাধিকবার 'আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে বদনাম করা হল' বলে সঞ্জয়।
advertisement
6/7
রাতে ফেরার পর বিশেষ কারও সঙ্গে কথা না বললেও, নিজের জীবনের কথা শেয়ার করে সংশোধনাগারের দুই সাফাইকর্মীর সঙ্গে।
advertisement
7/7
সঞ্জয়ের দাবি, 'আমার বাবা ড্রাইভার ছিল। অনেক কষ্ট করে আমাদের বড় করেছে। আমি টুয়েলভ পর্যন্ত পড়েছি। তারপর বোনকে পড়ানোর জন্য পড়াশোনা ছেড়ে দিতে হয়। এই কেসে আমি ফেঁসে গোটা পরিবারের বদনাম হয়ে গেল'।