Sanjay Roy-RG Kar Case: আরজি করে ধর্ষণ-খুনে বিস্ফোরক তথ্য! ঘটনার পরের সকালে কাকে ফোন সঞ্জয়ের? জেনে গেল সিবিআই! কে ওই মহিলা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sanjay Roy-RG Kar Case: ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা।
advertisement
1/7

আরজি কর ধর্ষণ ও খুনের তদন্তে এবার বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। আর এই তথ্য সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ৯ অগাস্ট সকালে এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে ফোন করেছিল অভিযুক্ত সঞ্জয় রায়।
advertisement
2/7
আর সেই সূত্রেই ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে।
advertisement
3/7
ওই মহিলা তদন্তাকারীদের জানিয়েছেন, ৯ অগাস্ট সঞ্জয় তাঁকে ফোন করে বলে, ''আমি আপনাকে কিছু বলতে চাই। লোকে আমার সম্পর্কে যাই ভাবুক, আমি তেমন নই। আমি আপনাকে দিদি বলে ডাকতে পারব না।'' এরপরই ফোন কেটে দেয় সঞ্জয়।
advertisement
4/7
তদন্তকারীদের ওই মহিলা জানিয়েছেন, আরজি কর হাসপাতালে জুলাই মাস থেকে তাঁর এক আত্মীয় ভর্তি ছিল। সেই সূত্রেই সঞ্জয়ের সঙ্গে তাঁর আলাপ হয়। দু’জনের মাঝে মধ্যেই ফোনে কথা হত। তাই কি আরজি করের ঘটনার পর সেই কথাই ওই মহিলাকে জানাতে চেয়েছিলেন সঞ্জয়? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement
5/7
এদিকে, জেলের ভিতর দমবন্ধ হয়ে আসছে বলে কারারক্ষীদের জানিয়ছেন আরজি কর খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়। প্রেসিডেন্সি জেলের কারারক্ষীদের কাঁদতে কাঁদতে একথা জানিয়েছে সে।
advertisement
6/7
জেল সূত্রে খবর, নিজের সেলে বসে কাঁদছিলেন সঞ্জয় রায়। তখন সেখানে হাজির হন এক কারারক্ষী। সঞ্জয় কেন কাঁদছে তিনি তা জানতে চান। জবাবে সঞ্জয় জানান, ‘জেলের ভিতরে দম বন্ধ হয়ে আসছে। জেলে থাকতে ভাল লাগছে না আমার। জেল কর্তৃপক্ষ সমস্ত আবেদন খারিজ করে দিচ্ছে। আমার স্বাধীনভাবে ঘোরাফেরা করার অভ্যাস। এভাবে কি বেঁচে থাকা যায়?।'
advertisement
7/7
আরজি কর কাণ্ডে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। ১৪ অগাস্ট তাকে হেফাজতে নেয় সিবিআই। ২৩ অগাস্ট তাকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে ২ মাসের বেশি সময় প্রেসিডেন্সি জেলেই রয়েছে সঞ্জয়।