Shahid Diwas: উত্তরবঙ্গ থেকে সাইকেল চালিয়ে ২১-এর সমাবেশে, সম্মান অভিভূত অভিষেকের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
দশজন এসেছেন কোচবিহার থেকে এবং বাকি পাঁচজন বুধবার রাতে এসে পৌঁছেছেন রায়গঞ্জ থেকে। (Shahid Diwas)
advertisement
1/7

একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের জনসভায় যোগ দিতে শুধু উত্তরবঙ্গ থেকে সাইকেল চালিয়ে এসেছেন ১৫ জন। (Sahid Diwas)
advertisement
2/7
যাঁদের মধ্যে দশজন এসেছেন কোচবিহার থেকে এবং বাকি পাঁচজন বুধবার রাতে এসে পৌঁছেছেন রায়গঞ্জ থেকে।
advertisement
3/7
সেন্ট্রাল পার্কে বুধবার সন্ধ্যায় এই ১৫ জনকে সম্বর্ধনা দেন তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/7
ওই ১৫ জনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিষেক, খোঁজ নেন নানা বিষয়ে।
advertisement
5/7
রায়গঞ্জ থেকে যে দলটি এসেছে, তাঁদের একজনের সাইকেল নিয়ে নিজেও সময় কাটান অভিষেক।
advertisement
6/7
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছ থেকে এভাবে পেয়ে আপ্লুত উত্তরবঙ্গের এই তৃণমূল সমর্থকেরা।
advertisement
7/7
বুধবার প্রাক ২১-এ ধর্মতলার মঞ্চও ঘুরে দেখে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনিও বক্তব্য রাখবেন ওই মঞ্চে। ছবি ও তথ্য-- অমিত সরকার