Sadhan Pande: প্রয়াত সাধন পান্ডের দখলে সেই রেকর্ড, যা স্বয়ং তাঁর দলনেত্রীরও নেই!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sadhan Pande: বিধানসভা ভোটে সাধন পান্ডে কখনও হারেননি। ১৯৮৫ সালের মার্চে বড়তলা বিধানসভার উপনির্বাচনে প্রথম বার জয়ী হন সাধন পান্ডে।
advertisement
1/5

#কলকাতা: দীর্ঘ অসুস্থতার পর রবিবার প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande Passes Away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ রবিবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ ফুসফুসের সংক্রমণের সমস্যা নিয়ে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্যের প্রবীণ এই মন্ত্রী৷
advertisement
2/5
দীর্ঘদিন ধরেই কিডনি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন রাজ্যের এই প্রবীণ মন্ত্রী (Sadhan Pande)৷ দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। এহেন সাধন পান্ডের এমন রেকর্ড আছে, যা স্বয়ং তাঁর দলনেত্রীরও নেই।
advertisement
3/5
কী সেই রেকর্ড? বিধানসভা ভোটে সাধন পান্ডে কখনও হারেননি। ১৯৮৫ সালের মার্চে বড়তলা বিধানসভার উপনির্বাচনে প্রথম বার জয়ী হন সাধন পান্ডে। ১৯৮৭, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সেই বড়তলা কেন্দ্র থেকেই অপরাজিত থাকেন তিনি।
advertisement
4/5
১৯৮৫ থেকে ২০০১ পর্যন্ত ছিলেন সাধন পান্ডে ছিলেন কংগ্রেসের বিধায়ক। ২০০১ থেকে আমৃত্যু তৃণমূলের বিধায়ক। পশ্চিমবঙ্গ বিধানসভায় সাধন পান্ডের থেকে একমাত্র সুব্রত মুখোপাধ্যায়ই বেশি বার নির্বাচিত বিধায়ক।
advertisement
5/5
সাধন পান্ডের দেহ রবিবারই নিয়ে আসা হবে কলকাতায়। দমদম বিমানবন্দরে তাঁর পরিবারের লোকজন মরদেহ নিয়ে আসবেন। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। সেখানে আজ রাতে সাধন পান্ডের মরদেহ শায়িত থাকবে। আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।