Kolkata Bus Accident: কলকাতায় বাস দুর্ঘটনা! পথচারীদের ধাক্কা মিনিবাসের, মৃত ১, আহত বহু! রক্তে ভাসল চারপাশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Bibek Das
Last Updated:
Kolkata Bus Accident: ফের কলকাতায় বাস দুর্ঘটনা। এমজি রোডের কালাকর স্ট্রিটের কাছে শুক্রবার নিয়ন্ত্রণ হারায় একটি মিনিবাস। মৃত্যু হল একজনের, আহত বহু।
advertisement
1/5

ফের কলকাতায় বাস দুর্ঘটনা। এমজি রোডের কালাকর স্ট্রিটের কাছে শুক্রবার নিয়ন্ত্রণ হারায় একটি মিনিবাস।
advertisement
2/5
এদিন ব্য়স্ত সময়ে একের পর এক পথচারীকে ধাক্কা মেরে পিষে দেয় মিনিবাসটি। ঘটনার জেরে আহত হন ৪ মহিলা। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পুলিশ মৃত বলে ঘোষণা করে।
advertisement
3/5
মৃত মহিলার নাম নাজু বিবি (বয়স ৬০), তিনি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। তিনজন আহতদের মধ্যে রয়েছেন লিলুয়ার নিশা মেহতা (৬৩), কলকাতার কমলা দেবী (৬০) এবং নিকিতা আগরওয়াল। মৃত মহিলার নাম নাজু বিবি (বয়স ৬০), তিনি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। তিনজন আহতদের মধ্যে রয়েছেন লিলুয়ার নিশা মেহতা (৬৩), কলকাতার কমলা দেবী (৬০) এবং নিকিতা আগরওয়াল।
advertisement
4/5
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ বাস এবং বাসের চালককে আটক করেছে।
advertisement
5/5
পুলিশ সূত্রে খবর, বড়বাজারে একটি কাজের জন্য এসেছিলেন মৃত নাজু বিবি। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, এমন সময় হঠাৎ মালিপাঁচঘরা-শিয়ালদহ রুটের বাস এসে ধাক্কা মারে। প্রতীকী ছবি