Kolkata Road Accident: মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা, ট্যাক্সির ধাক্কায় মৃত্যু দুজনের! কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Kolkata Road Accident: খাস কলকাতায় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। মঙ্গলবার ঘটনাটি ঘটে পাইকপাড়ায়, মৃত্যু হয়ে এক শিশু এবং তাঁর বাবার।
advertisement
1/5

মঙ্গলবার সকালে সাড়ে ছটায় চিতপুর থেকে ডানলপগামী একটি বেপরোয়া হলুদ ট্যাক্সি এসে ধাক্কা মারে বাবা মেয়েকে। ঘটনাস্থলেই কার্যত মুখ থুবড়ে পড়ে মৃত্যু হয় অমিত সাউয়ের। প্রত্যক্ষদর্শীদের মতে তখনো নাকি ছোট্ট মিশিকা জীবিতই ছিল। প্রতীকী ছবি।
advertisement
2/5
ঘটনার বেশ কিছু পড়ে দুজন ভদ্রলোক বাইকে করে নিশিকাকে নিয়ে যান আরজি করে। বাড়ির লোকজনের মতে আরেকটু আগে যদি হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো বেঁচে যেত মিশিকা। পরে অমিত বাবুকেও আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও মৃত বলে ঘোষণা করেন ডাক্তার। প্রতীকী ছবি।
advertisement
3/5
পুলিশ সূত্রে খবর, সেই বাবা তাঁর মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন। সেই সময়েই বেপরোয়া ট্যাক্সির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। প্রতীকী ছবি।
advertisement
4/5
দুজনকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাঁদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে হাজির হয় চিৎপুর থানার পুলিশ। প্রতীকী ছবি।
advertisement
5/5
ট্যাক্সিটিকে আটক করেছে চিৎপুর থানার পুলিশ। চিৎপুর থানার বিটি রোডে বোরোলিন টাওয়ারের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রতীকী ছবি।