TRENDING:

RG Kar Case: সঞ্জয়ের আজীবন কারাবাস, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা উঠতেই যা বললেন প্রধান বিচারপতি! নজরে '২৯'

Last Updated:
RG Kar Case: বুধবার দ্বিতীয়ার্ধে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই শুনানি হয়নি। এই মামলায় ফের সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
advertisement
1/6
সঞ্জয়ের আজীবন কারাবাস, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলা!
নয়াদিল্লি: একদিকে যখন নিম্ন আদালত আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে, ঠিক তখনই সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি।
advertisement
2/6
বুধবার দ্বিতীয়ার্ধে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই শুনানি হয়নি। এই মামলায় ফের সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আগামী ২৯ জানুয়ারি এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
advertisement
3/6
মঙ্গলবার জানা গিয়েছিল, বুধবার আরজি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। এর পর ফের আশায় বুক বেঁধেছিলেন অনেকে।
advertisement
4/6
শিয়ালদহ আদালতের নির্দেশের পর সুপ্রিম কোর্টের এই হঠাৎ তৎপরতায় তদন্তের গতি বদলে যেতে পারে বলেও আশায় ছিলেন নির্যাতিতার বাবা মা। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হল না। ফের পিছিয়ে গেল মামলা।
advertisement
5/6
বুধবার শুনানির ক্রমতালিকায় ৪২ নম্বরে ছিল আরজি কর মামলা। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। এদিন নির্যাতিতার আইনজীবী করুণা নন্দী বিচারপতিদের বলেন, শিয়ালদহ আদালতের রায়ের পর এই মামলার দ্রুত শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই মামলার আজই শুনানি হোক।
advertisement
6/6
জবাবে প্রধান বিচারপতি বলেন, বেলা ২টোর মধ্যে সমস্ত পক্ষ আদালতে হাজির থাকলে তবেই মামলার শুনানি সম্ভব। বেলা ২টোয় আদালতের কাজ শুরু হলে প্রধান বিচারপতি বলেন, এই মামলা সংক্রান্ত ৩টি আবেদন আদালতে জমা পড়েছে। এ ব্যাপারে সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুনানি ২৯ জানুয়ারি ফের শুনানি হবে এই মামলায়।
বাংলা খবর/ছবি/কলকাতা/
RG Kar Case: সঞ্জয়ের আজীবন কারাবাস, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা উঠতেই যা বললেন প্রধান বিচারপতি! নজরে '২৯'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল