RG Kar Case: ২৪ ঘণ্টায় পুরো বদল! সাজা ঘোষণার আগের দিন জেলে যা করলেন সঞ্জয় রাই, শুনে চমকে উঠবেন! হাঁ কারারক্ষীরাও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
RG Kar Case: রবিবারই তাকে দেখা যায় একেবারে অন্য মেজাজে। প্রেসিডেন্সি জেলে অন্যান্য দিনের মতোই দিব্যি খাবার খান তিনি।
advertisement
1/6

আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। তারপর থেকে তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশের তিন নম্বর সেলে। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এখন সারা দেশের সামনে একজন নৃশংস ধর্ষক ও খুনি। শনিবারই শিয়ালদহ আদালত ঘটনার ৫ মাস পর তাকে দোষী সাব্যস্ত করেছে। সোমবার তাঁর সাজা ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক।
advertisement
2/6
শনিবার আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় নিম্ন আদালতের তরফে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। এরপর শনিবার জেলে ফিরে কিছুটা হতাশ হয়ে পড়ে সে। জেল সূত্রে খবর, শনিবার কারারক্ষীরা বারংবার কথা বলার চেষ্টা করলেও কোনও কথা বলেননি সঞ্জয়, কারও সঙ্গেই। শনিবার রাতে ঠিক করে খাবার বা জলও খাননি সঞ্জয়।
advertisement
3/6
কিন্তু রবিবারই তাকে দেখা যায় একেবারে অন্য মেজাজে। প্রেসিডেন্সি জেলে অন্যান্য দিনের মতোই দিব্যি খাবার খান তিনি। ঘুরেও বেড়ান নিজের মতো। জেল সূত্রের খবর, রবিবার ক্যারমও খেলেন সঞ্জয় রাই।
advertisement
4/6
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, শনিবার জেলে ঢোকানোর পর থেকে চুপ করে বসেছিল সঞ্জয়। কারারক্ষীরা কথা বলার চেষ্টা করলেও কোনও কথা বলেনি। সিসিটিভি মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছিল সঞ্জয়কে। সেখানে শনি ও রবিবার একেবারে অন্য মেজাজে দেখা যায় তাকে।
advertisement
5/6
ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি ছাড়াও দু'জন করে তিন শিফটে কারারক্ষী থাকছেন। শনিবার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। তবে সাজা ঘোষণা করা হবে আজ, সোমবার, ২০ জানুয়ারি।
advertisement
6/6
কী সাজা হতে পারে দোষী সঞ্জয় রাইয়ের? আদালতের নজরে রয়েছে তিন শাস্তি। ২৫ বছরের জেল, অথবা আমৃত্যু জেল কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের। সোমবার এর মধ্যে কোনও একটি সাজা শুনাবে আদালত। শনিবার শিয়ালদহ আদালত BNS 64/66/103(1) ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রাইকে।