RG Kar Case: সঞ্জয় রাইয়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার! আরজি কর কাণ্ডে হাইকোর্টে যা ঘটল, শুনে চমকে যাচ্ছে সকলে
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
RG Kar Case: বিচারপতি দেবাংশু বসাক এরপর বলেন, ''বিএনএস এস (BNSS) ৪১৮ অনুয়ায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না করে, একমাত্র তখনই রাজ্য আপিল করতে পারে তদন্তের অগ্রগতির স্বার্থে।''
advertisement
1/8

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের শুনানি হল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে। রাজ্যের আবেদন গৃহীত হবে কিনা সেই বিষয়ের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। নির্যাতিতার বাবার আইনজীবী সুদীপ্ত মৈত্র অভিযোগ করেন, তাদের আবেদনের কপি পাঠানো হয়নি।
advertisement
2/8
রাজ্যের এজি কিশোর দত্ত অবশ্য বলেন, দিল্লি পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী রাজ্যও আপিল জানাতে পারে আসামীকে যদি বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয় অথবা নিম্ন আদালত যে শাস্তির নির্দেশ দিয়েছে সেটা যদি যথাযথ না মনে হয়। আইন অনুযায়ী কেন্দ্র তদন্ত করছে, এই ধরনের মামলায় তারাই আপিল করতে পারে। কিন্তু তারা রাজ্যের পিপিকে (পাবলিক প্রসিকিউটারকে) অনুমতি দিতে পারে এই ধরনের আপিলে যদি শাস্তি উপযুক্ত না হয়।
advertisement
3/8
বিচারপতি দেবাংশু বসাক এরপর বলেন, ''বিএনএস এস (BNSS) ৪১৮ অনুয়ায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না করে, একমাত্র তখনই রাজ্য আপিল করতে পারে তদন্তের অগ্রগতির স্বার্থে।''
advertisement
4/8
এজি কিশোর দত্ত বলেন, সিবিআই-কে বিশেষ ক্ষেত্রে তদন্তের অধিকার দেওয়া মানেই রাজ্যের অধিকার খর্ব হয়ে যায় না। আইন অনুযায়ী পিপির(পাবলিক প্রসিকিউটরের) অধিকার আছে আপিল করার।
advertisement
5/8
সিবিআইয়ের তরফে আইনজীবী এস ভি রাজু (এডিশনাল সলিসিটর জেনারেল) বলেন, মামলার সমস্ত রেকর্ড, কেস ডায়েরি সব কিছু সিবিআইয়ের হাতে। ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছিল। সিবিআই ৭ অক্টোবর চার্জশিট পেশ করে। ১৮ জানুয়ারি নিম্ন আদালত রায় ঘোষণায় দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে। নিম্ন আদালতে রাজ্য কোনও আবেদন পর্যন্ত করেনি এই মামলায় যুক্ত হতে চেয়ে। রাজ্য সিবিআইকে সহযোগিতা করারও কোনও চেষ্টা করেনি। এই ধরনের মামলায় রাজ্যের আপিলের এক্তিয়ারই নেই।
advertisement
6/8
বিচারপতি বসাক বলেন, ''যদি সিবিআই কোনও আপিল না করে, তাহলে রাজ্যের কি অধিকার নেই আপিল করার?'' এসভি রাজু বলেন, ''না আইনগত দিক থেকে রাজ্যের অধিকার নেই। বিএন এস ১৮ (৮) এ অনুয়ায়ী সিবিআইয়ের তরফে আইনজীবী অমাজিৎ দে-কে স্পেশ্যাল পিপি হিসাবে নিযুক্ত করা হয়েছে।''
advertisement
7/8
এদিকে, আইনজীবী ইয়াশ জালানকে আইনজীবীকে নিয়োগ করতে চায়নি সঞ্জয় রায়। তাই তাকে ওকালতনামা দেওয়া হয়নি। আদালতে জানালেন পাবলিক প্রসিকিউটর দেবাশীষ রায়। অপরদিকে হাইকোর্টে লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে ওকালতনামা নিয়ে সঞ্জয় রায়ের হয়ে আদালতে পেশ করলেন আইনজীবী কৌশিক গুপ্ত।
advertisement
8/8
অপরদিকে, রাজ্য ও সিবিআই আপিল মামলার ওপরে সঞ্জয়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার। পরিবারের তরফে কোনও আপিল এখনও করা হয়নি। জানিয়েছেন আইনজীবী সামিম আহমেদ। নির্যাতিতার পরিবারের অপর আইনজীবী গার্গী গোস্বামী বলেন, ''পরিবার এখনও পর্যন্ত ফাঁসি চায় না। তাই আমরা আবেদন করিনি।''