Raksha Bandhan 2021: ভালবাসার কোনও বর্ডার নেই! 'দিদি' মমতার মুখ রাখি হয়ে স্থান পেল আফগান ভাইয়ের হাতে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Raksha Bandhan 2021 : 'দিদির রাখি' সমস্ত দূরত্ব মুছে দিল পরম আন্তরিকতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee Rakhi) ছবি ছিল অভিনব সেই রাখিতে।
advertisement
1/6

আজ রাখি পূর্ণিমার দিনে সৌভ্রাতৃত্ব–সম্প্রীতির এক অভিনব বার্তা দিল তৃণমূল। তবে তারই সঙ্গে দিল আরও একটি বার্তা। রবিরার রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। এই উৎসবের মধ্যে দিয়েই সম্প্রীতির বার্তা দিল তৃণমূল কংগ্রেস।
advertisement
2/6
এদিন উত্তর ২৪ পরগণার দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডে কাবুলিওয়ালাদের রাখি পরিয়ে দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীদের। প্রতিটি রাখিতেই জ্বলজ্বল করছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যয়ের হাসিমুখ। তবে এদিন তিনি ভাইদের হাতে শোভা পাচ্ছিলেন 'প্রিয় দিদি' হিসেবেই।
advertisement
3/6
এছাড়া বাগুইআটিতে সমস্ত আফগান কাবুলিওয়ালাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
advertisement
4/6
সেখানেও ট্যাবলোর মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়। আর তাঁদের পরিয়ে দেওয়া হয় রাখি, যে রাখিতে খোদ 'দিদি'ই উপস্থিত। এখানে বসবাসকারী আফগানদের হাতেও মহিলারা রাখি পরিয়ে দেন।
advertisement
5/6
তবে একইসঙ্গে নতুন ধরণের এই রাখি দিয়েছে 'দিল্লি চলো' বার্তাও। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের পাখির চোখ যে এবার রাজধানী দিল্লি সেই মেসেজই ফুটে উঠল এই রাখির মধ্যে দিয়েও।
advertisement
6/6
অভিনব এই রাখিগুলির উপরে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর তলায় লেখা রয়েছে দিল্লি চলো। দমদম এলাকার এই রাখি উৎসব বিশেষ নজর কেড়েছে ভাতৃত্বের বন্ধনে।