Kolkata Thunderstorm: এখুনি উঠবে ঝড়, ঝেঁপে আসছে প্রবল বৃষ্টি! ভাসবে কলকাতা-সহ ৩ জেলা, নিম্নচাপের প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Thunderstorm: যদিও বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে স্বস্তি নেই। কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতা-সহ তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/6

পিছু ছাড়ছে না বৃষ্টি। একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টি অব‍্যাহত। যদিও বৃষ্টি হলেও ভ‍্যাপসা গরমে স্বস্তি নেই। কিছুক্ষণের মধ‍্যেই শহর কলকাতা-সহ তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
কিছুক্ষণের মধ‍্যেই কলকাতা-সহ তিন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। কলকাতা, হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ক্রমশ বৃষ্টি কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।
advertisement
4/6
শনিবার থেকে সোমবার বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টি না হলে সেই সময় আর্দ্রতা জনিত অস্বস্তি অনেকটা বাড়বে। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
advertisement
5/6
মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
advertisement
6/6
বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে।